চুয়াডাঙ্গা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

হার্ট অ্যাটাক করেছেন শিল্পী তপন চৌধুরী


হার্ট অ্যাটাক করেছেন শিল্পী তপন চৌধুরী

প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৮ পিএম | অনলাইন সংস্করণ

বাংলা গানের জগতের কিংবদন্তি সংগীতশিল্পী তপন চৌধুরী হার্ট অ্যাটাক করেছেন। তার সফল অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে।

জনপ্রিয় এই সংগীতশিল্পী কানাডা প্রবাসী হয়েছেন অনেক আগেই। গানে গানে খুব একটা সুর তুলতে দেখা যায় না এখন। তবু গানের প্রতি ভালোবাসা অফুরান। তার শরীরটা যেন বেশ খারাপ! তেমনি বার্তা দিলেন আরেক সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

‘মন শুধু মন ছুঁয়েছে’খ্যাত শিল্পী হৃদ‌রো‌গে আক্রান্ত হয়েছেন। এই খবর গায়িকা মুন্নী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।

সেই পোস্টে দিনাত জাহান মুন্নী লিখেছেন, ‘গত ৪ দিন আগে শ্রদ্ধেয় শিল্পী তপন চৌধুরীর হার্ট অ্যাট‍াক হয়েছে এবং গত পরশু তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি আজ হাসপাতাল থেকে তার বাসায় ফিরেছেন। আপনারা সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন তিনি যেনো সুস্থ হয়ে উঠেন।’

তপন চৌধুরী ছিলেন সোল্‌স ব্যান্ডের সাবেক সদস্য। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৯ সালে তিনি জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। ‘মন শুধু মন ছুঁয়েছে’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।

তার অন্য জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কী কারণে কান্দ রে মন’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’, ‘রাত কেটে যায় একা নিরালায়’, ‘যতবার দীপ জ্বালি জানি না সে দীপ কেন নিভে যায়’ ও ‘আমি দেবদাস হতে পারব না’ ইত্যাদি। 





সিুত্র লিংক

প্রসংঙ্গ :

দামুড়হুদায় আঃলীগ নেতা চাঁদাবাজি মামলায় গ্রেফতার

avashnews

Powered by WooCommerce

হার্ট অ্যাটাক করেছেন শিল্পী তপন চৌধুরী

আপডেটঃ ০৬:০২:১০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪


হার্ট অ্যাটাক করেছেন শিল্পী তপন চৌধুরী

প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৫:৫৮ পিএম | অনলাইন সংস্করণ

বাংলা গানের জগতের কিংবদন্তি সংগীতশিল্পী তপন চৌধুরী হার্ট অ্যাটাক করেছেন। তার সফল অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে।

জনপ্রিয় এই সংগীতশিল্পী কানাডা প্রবাসী হয়েছেন অনেক আগেই। গানে গানে খুব একটা সুর তুলতে দেখা যায় না এখন। তবু গানের প্রতি ভালোবাসা অফুরান। তার শরীরটা যেন বেশ খারাপ! তেমনি বার্তা দিলেন আরেক সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

‘মন শুধু মন ছুঁয়েছে’খ্যাত শিল্পী হৃদ‌রো‌গে আক্রান্ত হয়েছেন। এই খবর গায়িকা মুন্নী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।

সেই পোস্টে দিনাত জাহান মুন্নী লিখেছেন, ‘গত ৪ দিন আগে শ্রদ্ধেয় শিল্পী তপন চৌধুরীর হার্ট অ্যাট‍াক হয়েছে এবং গত পরশু তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি আজ হাসপাতাল থেকে তার বাসায় ফিরেছেন। আপনারা সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন তিনি যেনো সুস্থ হয়ে উঠেন।’

তপন চৌধুরী ছিলেন সোল্‌স ব্যান্ডের সাবেক সদস্য। সত্তরের দশকের শেষভাগ থেকে তিনি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত। ১৯৭৯ সালে তিনি জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। ‘মন শুধু মন ছুঁয়েছে’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম।

তার অন্য জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কী কারণে কান্দ রে মন’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’, ‘রাত কেটে যায় একা নিরালায়’, ‘যতবার দীপ জ্বালি জানি না সে দীপ কেন নিভে যায়’ ও ‘আমি দেবদাস হতে পারব না’ ইত্যাদি। 





সিুত্র লিংক