হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নয়া পাথারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রুবেল মিয়া (৩০), মোতালিব মিয়া (৩২) ও নাসির মিয়াকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই গ্রামের বাসিন্দা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি কারাবন্দী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহাদ মিয়ার লোকজনের সঙ্গে একই গ্রামের হাসন আলীর ছেলে সুরুজ আলীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে।
এর জের ধরে সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহাদ মিয়ার ভাই আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে যুবলীগ নেতা ডিপজল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন।
প্রতিনিধি/ এমইউ
সুত্র ঢাকামেইল
সর্বশেষঃ
হবিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০
- আভাস নিউজ ডেস্কঃ
- আপডেটঃ ১০:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- 167
প্রসংঙ্গ :
জনপ্রিয়