চুয়াডাঙ্গা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০



হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। 
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নয়া পাথারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রুবেল মিয়া (৩০), মোতালিব মিয়া (৩২) ও নাসির মিয়াকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই গ্রামের বাসিন্দা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি কারাবন্দী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহাদ মিয়ার লোকজনের সঙ্গে একই গ্রামের হাসন আলীর ছেলে সুরুজ আলীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে।
এর জের ধরে সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহাদ মিয়ার ভাই আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে যুবলীগ নেতা ডিপজল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন।
প্রতিনিধি/ এমইউ



সুত্র ঢাকামেইল

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

হবিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪০

আপডেটঃ ১০:১৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪



হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। 
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নয়া পাথারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রুবেল মিয়া (৩০), মোতালিব মিয়া (৩২) ও নাসির মিয়াকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই গ্রামের বাসিন্দা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি কারাবন্দী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আহাদ মিয়ার লোকজনের সঙ্গে একই গ্রামের হাসন আলীর ছেলে সুরুজ আলীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে।
এর জের ধরে সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহাদ মিয়ার ভাই আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে যুবলীগ নেতা ডিপজল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন।
প্রতিনিধি/ এমইউ



সুত্র ঢাকামেইল