গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও অফিস উদ্বোধনের আয়োজন করে শ্রমিকরা। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। এ সময় অটোভ্যানে চড়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচিতে আসেন তিনি। এতে উচ্ছ্বসিত হন শতাধিক শ্রমিক।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে ওই সংগঠনটির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সংগঠনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া একে অপরকে সেবা প্রদানে সচেষ্ট থাকবে। একইসাথে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সাদুল্লাপুর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবার রহমান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য দেন – উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছামছুল হাসান ছামছুল, সমাজসেবক আব্দুস ছালাম মিয়া, রোস্তম ফরহাদ, মোস্তাক আহমেদ শাকিল, আনোয়ারুল ইসলাম, উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোস্তফা রহমান, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল আলম হিটলু, অর্থ সম্পাদক ফারুক মিয়া প্রমুখ।
আলোচনা শেষে সাদুল্লাপুর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির নেতা-কর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এরপর একটি র্যালি নিয়ে গিয়ে সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ