চুয়াডাঙ্গা ০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ

জীবননগরে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ১ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ১৯৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার রাত ৮ টার সময় মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন একজন চোরাকারবারী বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে জীবননগরের গয়েশপুর এলাকা দিয়ে সীমান্তের দিকে গমন করবে। এ তথ্যের ভিত্তিতে সোমবার মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/১ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মো. আশকার মন্ডলের আম বাগানের মধ্যে অবস্থান নেয়। দুপুর পৌনে ২ টার দিকে একজন চোরাকারবারী বাইসাইকেলযোগে আম বাগানের মধ্যে দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী বাইসাইকেল ফেলে দৌড়ে বাগানের মধ্যে দিয়ে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়।

 

পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশী করে প্লাষ্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের ফ্লাটবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্নের ওজন ১ কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম। যার মূল্যে ১ কোটি ৩৪ লাখ ১৫ হাজার টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিলো।

 

অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামী করে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

avashnews

বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি MOTJ Job circular 2025

avashnews

Powered by WooCommerce

জীবননগরে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার

আপডেটঃ ১০:৪২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ১ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ১৯৪ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার রাত ৮ টার সময় মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবি সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন একজন চোরাকারবারী বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে জীবননগরের গয়েশপুর এলাকা দিয়ে সীমান্তের দিকে গমন করবে। এ তথ্যের ভিত্তিতে সোমবার মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/১ এস হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামের মো. আশকার মন্ডলের আম বাগানের মধ্যে অবস্থান নেয়। দুপুর পৌনে ২ টার দিকে একজন চোরাকারবারী বাইসাইকেলযোগে আম বাগানের মধ্যে দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী বাইসাইকেল ফেলে দৌড়ে বাগানের মধ্যে দিয়ে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়।

 

পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশী করে প্লাষ্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ৪টি স্বর্ণের ফ্লাটবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্নের ওজন ১ কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম। যার মূল্যে ১ কোটি ৩৪ লাখ ১৫ হাজার টাকা। স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচার করা হচ্ছিলো।

 

অজ্ঞাত ব্যক্তিকে পলাতক আসামী করে জীবননগর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।