চুয়াডাঙ্গা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকা রয়েছে: সেনাপ্রধান


দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পাশাপাশি বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ট্রেনিং একাডেমি উদ্বোধনে এসে স্বাগত বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বিএনসিসি ক্যাডারদের ভূমিকার প্রশংসা করে সংস্থার সবাইকে অভিনন্দন জানান। এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমার শাখার চৌকষ একদল ক্যাডেট গার্ড অব অনার দেন। এরপর উদ্বোধনী ফলক উন্মোচনের পর বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপন করেন ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এতে আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, অ্যাডজুটান্ট জেনারেল মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মঈন খান, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা।

 

বার্তাবাজার/এসএইচ





সুত্র বার্তাবাজার

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকা রয়েছে: সেনাপ্রধান

আপডেটঃ ০২:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪


দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পাশাপাশি বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ট্রেনিং একাডেমি উদ্বোধনে এসে স্বাগত বক্তব্যে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বিএনসিসি ক্যাডারদের ভূমিকার প্রশংসা করে সংস্থার সবাইকে অভিনন্দন জানান। এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমার শাখার চৌকষ একদল ক্যাডেট গার্ড অব অনার দেন। এরপর উদ্বোধনী ফলক উন্মোচনের পর বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপন করেন ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এতে আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, অ্যাডজুটান্ট জেনারেল মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মঈন খান, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান ও সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিএনসিসির সামরিক, অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা।

 

বার্তাবাজার/এসএইচ





সুত্র বার্তাবাজার