চুয়াডাঙ্গা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, সম্পাদক শফিকুল  ‘হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকার বাংলাদেশের ওপর বিরক্ত’ শেখ হাসিনা পরিবারের প্লট বরাদ্দে অনিয়মের প্রমাণ দুদকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা অ্যাকশন এইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি এ বছর থেকেই এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু : ওয়াহিদউদ্দিন মাহমুদ কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

আলফাডাঙ্গায় একরাতে তিন সহোদরের বাড়িতে ডাকাতি


ফরিদপুরের আলফাডাঙ্গায় একরাতে তিন সহোদরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার পরিবারগুলো দাবি, ডাকাতেরা ওই তিন সহোদরের বাড়ি থেকে পাঁচ লক্ষাধিক টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার হলো, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকু, সেনাসদস্য শাহাআলম মিয়া ও আবুল খায়ের মিয়ার পরিবার। তারা তিনজন সহোদর। খোঁজ নিয়ে জানা যায়, রাত দেড়টার দিকে শর্ট প্যান্ট পরিহিত মুখোশধারী ৭-৮ জনের একটি ডাকাত দল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকুর বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বসতঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ডাকাতেরা পর্যায়ক্রমে পার্শ্ববর্তী তাঁর ভাই আবুল খায়ের ও শাহাজাহানের বসতঘরে প্রবেশ করে একইভাবে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ডাকাতির শিকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকু বলেন, আমরা সবাই ঘুমচ্ছিলাম। হঠাৎ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমার হাত-পা বেঁধে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে গেছে। অপর ক্ষতিগ্রস্ত আবুল খায়ের মিয়ার ছেলে সবুজ মিয়া জানান, ডাকাত দল আমার ও বাবার ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ প্রায় তিনলক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে। ক্ষতিগ্রস্ত পরিবারের শাহাজাহান মিয়ার স্ত্রী সুমি বেগম বলেন, আমরা ঢাকাতে ছিলাম। ডাকাতির খবর পেয়ে সকালে বাড়িতে এসেছি। আমাদের বসতঘরের দরজার তালা ভেঙে ডাকাত দল ভিতরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ভেঙে এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বার্তা বাজার’কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে।

 

বার্তাবাজার/এসএইচ





Source link

প্রসংঙ্গ :

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

avashnews

Powered by WooCommerce

আলফাডাঙ্গায় একরাতে তিন সহোদরের বাড়িতে ডাকাতি

আপডেটঃ ১১:২৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪


ফরিদপুরের আলফাডাঙ্গায় একরাতে তিন সহোদরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার পরিবারগুলো দাবি, ডাকাতেরা ওই তিন সহোদরের বাড়ি থেকে পাঁচ লক্ষাধিক টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত তিনটি পরিবার হলো, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকু, সেনাসদস্য শাহাআলম মিয়া ও আবুল খায়ের মিয়ার পরিবার। তারা তিনজন সহোদর। খোঁজ নিয়ে জানা যায়, রাত দেড়টার দিকে শর্ট প্যান্ট পরিহিত মুখোশধারী ৭-৮ জনের একটি ডাকাত দল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকুর বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বসতঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। ডাকাতেরা পর্যায়ক্রমে পার্শ্ববর্তী তাঁর ভাই আবুল খায়ের ও শাহাজাহানের বসতঘরে প্রবেশ করে একইভাবে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ডাকাতির শিকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবুর রহমান বকু বলেন, আমরা সবাই ঘুমচ্ছিলাম। হঠাৎ ডাকাতদল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আমার হাত-পা বেঁধে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে গেছে। অপর ক্ষতিগ্রস্ত আবুল খায়ের মিয়ার ছেলে সবুজ মিয়া জানান, ডাকাত দল আমার ও বাবার ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ প্রায় তিনলক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে। ক্ষতিগ্রস্ত পরিবারের শাহাজাহান মিয়ার স্ত্রী সুমি বেগম বলেন, আমরা ঢাকাতে ছিলাম। ডাকাতির খবর পেয়ে সকালে বাড়িতে এসেছি। আমাদের বসতঘরের দরজার তালা ভেঙে ডাকাত দল ভিতরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ভেঙে এক ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।

আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বার্তা বাজার’কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হচ্ছে।

 

বার্তাবাজার/এসএইচ





Source link