ধর্মীয় নেতাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ হবে।
সংলাপে অংশ নিতে এরইমধ্যে বিভিন্ন ধর্মের নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন পার্বত্য চট্টগ্রামে বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এরআগে, বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। সেখানে আগামী দিনে দেশ গঠনে সরকারকে তারা পরামর্শ দেন। আলোচনায় আওয়ামী লীগ, তাদের সমমনা অন্য দল এবং জাতীয় পার্টির কেউ আমন্ত্রিত ছিল না। আর ঢোকার তালিকায় নাম না থাকায় ফরেন সার্ভিস একাডেমির গেট থেকে ফিরে এসেছিলেন এলিডিপির কর্নেল অলি আহমদ।
মঙ্গলবার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।