চুয়াডাঙ্গা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ে করলেন ‘বাজে স্বভাব’ খ্যাত গায়ক রেহান


‘বাজে স্বভাব’ জ্ঞান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন সংগীতশিল্পী রেহান রাসুল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে ‘রূপকথার জগতে’ গানটি দিয়ে সে জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়ে নিয়েছেন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে নিজের বিয়ের খবর জানিয়েছেন রেহান। পাত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে এই সংগীতশিল্পী ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।’

জানা গেছে, রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। পরিবারের সবাই তাকে বৃষ্টি নামে ডাকেন। সংবাদমাধ্যমকে রেহান জানান, এক বছরের প্রেম আমাদের। পরিচয় ২০১৬ সালে। একসঙ্গে আমরা তখন এবিসি রেডিওতে কাজ করেছি। বৃষ্টি তখন ছয়-সাত মাস কাজ করেছিল প্রযোজক হিসেবে। তখন অবশ্য ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল না। ছিল শুধুই বন্ধুত্ব। ২০২৩ সালে এসে আমাদের আরেকটা আড্ডা হওয়া শুরু করে। ২০২৪ এর শুরু থেকে প্রেম, তারপর বিয়ে।

বিয়ের বিষয়টির সঙ্গে শক খাওয়ার প্রসঙ্গে টেনে রেহান বলেন, সব সময় সবাইকে বলে আসছি, জীবনেও বিয়ে করব না। বলেছিলাম, কারণ এ রকম মানুষ পাব কোনো দিন চিন্তাও করি নাই।

রেহান রাসুল জানান, সাদিয়া ইসলামের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সম্প্রতি। গতকাল তা প্রকাশ্যে এনেছেন শুধু। কারণ প্রসঙ্গে রেহান বললেন, আমরা বিয়েতে কোনো অনুষ্ঠান করিনি। আত্মীয়স্বজন কাউকে জানানোও হয়নি। দুই পরিবারের অভিভাবক পর্যায়ে মাত্র কয়েকজন উপস্থিত ছিলেন।



Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

বিয়ে করলেন ‘বাজে স্বভাব’ খ্যাত গায়ক রেহান

আপডেটঃ ০৫:৪০:১০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪


‘বাজে স্বভাব’ জ্ঞান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন সংগীতশিল্পী রেহান রাসুল। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে ‘রূপকথার জগতে’ গানটি দিয়ে সে জনপ্রিয়তা বহুগুণে বাড়িয়ে নিয়েছেন তিনি।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে নিজের বিয়ের খবর জানিয়েছেন রেহান। পাত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে এই সংগীতশিল্পী ক্যাপশনে লিখেছেন, ‘বিয়ে করেছি, শক খাইয়েন না, ঘটনা সত্য।’

জানা গেছে, রেহান রাসুলের স্ত্রীর নাম সাদিয়া ইসলাম। পরিবারের সবাই তাকে বৃষ্টি নামে ডাকেন। সংবাদমাধ্যমকে রেহান জানান, এক বছরের প্রেম আমাদের। পরিচয় ২০১৬ সালে। একসঙ্গে আমরা তখন এবিসি রেডিওতে কাজ করেছি। বৃষ্টি তখন ছয়-সাত মাস কাজ করেছিল প্রযোজক হিসেবে। তখন অবশ্য ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল না। ছিল শুধুই বন্ধুত্ব। ২০২৩ সালে এসে আমাদের আরেকটা আড্ডা হওয়া শুরু করে। ২০২৪ এর শুরু থেকে প্রেম, তারপর বিয়ে।

বিয়ের বিষয়টির সঙ্গে শক খাওয়ার প্রসঙ্গে টেনে রেহান বলেন, সব সময় সবাইকে বলে আসছি, জীবনেও বিয়ে করব না। বলেছিলাম, কারণ এ রকম মানুষ পাব কোনো দিন চিন্তাও করি নাই।

রেহান রাসুল জানান, সাদিয়া ইসলামের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সম্প্রতি। গতকাল তা প্রকাশ্যে এনেছেন শুধু। কারণ প্রসঙ্গে রেহান বললেন, আমরা বিয়েতে কোনো অনুষ্ঠান করিনি। আত্মীয়স্বজন কাউকে জানানোও হয়নি। দুই পরিবারের অভিভাবক পর্যায়ে মাত্র কয়েকজন উপস্থিত ছিলেন।



Source link