ভারতীয় বাহিনীর হাতে আটককৃত প্রায় ১০০ জন বাংলাদেশি জেলেকে ছাড়িয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে বাংলাদেশে আটক প্রায় ১০০ ভারতীয় জেলেকে ফেরত নিতে চায় দিল্লি। আটককৃত জেলে বিনিময় হলে দুই দেশের মধ্যে অস্বস্তিকর সম্পর্ক কাটিয়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘বিষয়টি নিয়ে দুইপক্ষ আলোচনা করছে। বাংলাদেশ ও ভারত তাদের জেলেদের ফেরত নেওয়ার প্রক্রিয়া নিয়ে কথা বলছে।’ এর আগেও বাংলাদেশি বা ভারতীয় জেলেরা আটক হয়েছে এবং প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদান-প্রদান করা হয়েছে। কিন্তু ৫ আগস্টের পরে দ্বিপক্ষীয় মেকানিজমগুলো প্রায় বন্ধ আছে। আটক জেলেদের আদান-প্রদান করা হলে দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি জানান।
গত ৯ ডিসেম্বর দুটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার ভারতীয় সুমদ্র সীমানায় ঢুকে পড়ে এবং ৮০ জন জেলেসহ তাদের আটক করা হয়। এর আগে গত সেপ্টেম্বরে ১২ জন জেলে ভারতীয়দের হাতে আটক হয়। ভারতীয় জেলেরা বিভিন্ন সময়ে বাংলাদেশি সীমানায় ঢুকে পড়ার কারণে তাদের আটক করা হয়।