চুয়াডাঙ্গা ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভাটারার সেই এএসআই পাবেন ভাতা, বিপিএম পদকের জন্য সুপারিশ


জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারী আটক করে আলোচনার জন্ম দিয়েছেন ভাটারা থানার এএসআই মেসবাহ উদ্দিন। তার জন্য বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদকের জন্য সুপারিশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। এর আগে সোমবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময়কালে ভাটারা থানার এএসআই মেসবাহ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এসময় তিনি এএসআই মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

এ প্রসঙ্গে আজ ডিএমপি কমিশনার বলেন, আগে তো আইজিপি, কমিশনার, এসপি-ডিসিরা পুলিশ পদক নিয়ে ব্যস্ত ছিলেন। এরকম কালচার আগে থাকলেও এখন আর হবে না। আমি সেরকম মানুষ না। জুনিয়র অফিসার কাজ করবে, জীবন দেবে, আর পদক নেব আমি, এমন কমিশনার আমি না। তিনি আরও বলেন, ভাটারা থানার ওই এএসআই নিজের জীবন ঝুঁকি সত্ত্বেও চাঁদাবাজকে জাপটে ধরেছেন। সে একা করেছে। ছুরিকাঘাতে আহত হয়েছেন, তার ডেডিকেশনটাকে গুরুত্ব দিতে হবে মূল্যায়ন করতে হবে। তাকে ঝুঁকি ভাতা দেওয়া হবে। এই প্রস্তাব আমি লিখে আজকে পুলিশ সদর দপ্তরে পাঠাব। এক সপ্তাহের মধ্যে সেটা হবে। মাসে ১৫০০ টাকা সে ঝুঁকি ভাতা পাবেন। এছাড়া সে এককালীন এক লাখ টাকা পাবেন। তিনি অবসরে যাওয়ার পরও যেন কার্যকর থাকে সে ব্যবস্থা করা হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্র্যাবের সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ্ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া।

ডিএমপির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান ও উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহ মো. আব্দুর রউফ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী মোবারক হোসেন নাফিজকে (২২) গ্রেপ্তার করেন এএসআই মেসবাহ।

 

বার্তাবাজার/এসএইচ





Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

ভাটারার সেই এএসআই পাবেন ভাতা, বিপিএম পদকের জন্য সুপারিশ

আপডেটঃ ০৩:৫৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫


জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারী আটক করে আলোচনার জন্ম দিয়েছেন ভাটারা থানার এএসআই মেসবাহ উদ্দিন। তার জন্য বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) পদকের জন্য সুপারিশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। এর আগে সোমবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময়কালে ভাটারা থানার এএসআই মেসবাহ উদ্দিনকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। এসময় তিনি এএসআই মেসবাহ উদ্দিনের সাহসিকতাপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

এ প্রসঙ্গে আজ ডিএমপি কমিশনার বলেন, আগে তো আইজিপি, কমিশনার, এসপি-ডিসিরা পুলিশ পদক নিয়ে ব্যস্ত ছিলেন। এরকম কালচার আগে থাকলেও এখন আর হবে না। আমি সেরকম মানুষ না। জুনিয়র অফিসার কাজ করবে, জীবন দেবে, আর পদক নেব আমি, এমন কমিশনার আমি না। তিনি আরও বলেন, ভাটারা থানার ওই এএসআই নিজের জীবন ঝুঁকি সত্ত্বেও চাঁদাবাজকে জাপটে ধরেছেন। সে একা করেছে। ছুরিকাঘাতে আহত হয়েছেন, তার ডেডিকেশনটাকে গুরুত্ব দিতে হবে মূল্যায়ন করতে হবে। তাকে ঝুঁকি ভাতা দেওয়া হবে। এই প্রস্তাব আমি লিখে আজকে পুলিশ সদর দপ্তরে পাঠাব। এক সপ্তাহের মধ্যে সেটা হবে। মাসে ১৫০০ টাকা সে ঝুঁকি ভাতা পাবেন। এছাড়া সে এককালীন এক লাখ টাকা পাবেন। তিনি অবসরে যাওয়ার পরও যেন কার্যকর থাকে সে ব্যবস্থা করা হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্র্যাবের সহ-সভাপতি উমর ফারুক আল হাদী, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ্ মিজান, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া।

ডিএমপির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান ও উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহ মো. আব্দুর রউফ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হওয়া সত্ত্বেও সাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়ে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ভাটারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ছিনতাইকারী মোবারক হোসেন নাফিজকে (২২) গ্রেপ্তার করেন এএসআই মেসবাহ।

 

বার্তাবাজার/এসএইচ





Source link