বিমান ভাড়া কমানো, প্রবাসীদের বাঁচাও দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের একাংশ নিয়ে গঠিত নতুন নামে রাজনৈতিক দল ‘আমজনতার দল’।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তারেক রহমানের সভাপতিত্বে সোহেল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মেজর অবসরপ্রাপ্ত আব্দুর রব লিংকন, মোজাম্মেল মিয়াজী, প্রফেসর মাহবুব হোসেন, মহসিন রেজা, সুরাইয়া ইয়াসমিন, আবুল কালাম রুহানী, জামাল উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আলু-পেঁয়াজের মত বিমানের টিকিট মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে ভাড়া বৃদ্ধি করা হয়। অন্তর্বর্তী সরকার ছয় মাস সময় অতিবাহিত করেছে উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো টেলিটকের নেটওয়ার্ক সংস্কার করতে পারে নাই। নিজের দায়িত্ব বাদ দিয়ে কোন আজগুবি কাজে লিপ্ত ছিলেন কেনো জানতে চাই।’
সালাউদ্দিন (প্রবাসীদের নেতা ও কেন্দ্রীয় সদস্য আমজনতার দল) বলেন, দুবাই রাষ্ট্রদূত বিএম জামালকে প্রমোশন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন । তিনি বলেন, ভিআইপি টিকেটের চেয়ে শ্রমিক শ্রেণির টিকেটের দাম বেশি বৃদ্ধি পেয়েছে। এসময় তিনি গণ অভ্যুত্থানে দুবাই ও মধ্যপ্রাচ্যের ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ক্ষতিপূরণ দাবি করেন।
আরিফ বিল্লাহ (দপ্তর সমন্বয়ক আমজনতার দল) বলেন, ‘উপদেষ্টা আসিফ নজরুল টকশোতে বসে লম্বা লম্বা কথা বলতেন সরকারে আসলে দেশ উল্টিয়ে ফেলবেন। আজ কেন প্রবাসীদের গলায় ছুরি চালাচ্ছেন। অতি দ্রুত বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহার করতে হবে। সরকার যদি কর্ণপাত না করে প্রবাসীদের সাথে নিয়ে কঠোর আন্দোলনে যেতে পারে।’
ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেন, ‘বাংলাদেশে কৃষকদের অবমূল্যায়ন করার কারণে কৃষক কমে যাচ্ছে, তেমনি আজ যারা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে, তারা আজ হেনস্থার শিকার হচ্ছে। বিমান ভাড়া বৃদ্ধি প্রবাসী বিমুখ করা চক্রান্ত করে রেমিট্যান্স খাতকে ধ্বংসের পায়তারা করছে।’