লক্ষ্মীপুরে গণ জমায়েত সমাবেশে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে আগামী ২৫ ফেব্রুয়ারি আমি স্বেচ্ছায় কারাগারে যেতে চাই। যেদিন আজহারের মুক্তি মিলবে, এর পরদিন আমাকে ছাড়বেন। ১৩ বছর কারাগারে ধুঁকে ধুঁকে জীবনের সঙ্গে লড়াই করছেন তিনি। তাকে না ছাড়লে জামায়াতের প্রাপ্তবয়স্ক তিন কোটি সমর্থক জেলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান।
আজ লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুরে দীর্ঘ ২৮ বছর পর এমন সমাবেশের আয়োজন করে জেলা জামায়াত।
জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে সবচেয়ে বেশি খুন-গুমের শিকার হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। মিথ্যা মামলায় ১০ জনকে ফাঁসিতে ঝুলিয়েছে দলটি। এটিএম আজহারুল ইসলামকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের ছয় মাস পার হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে গুলির মুখে বুক পেতে দুঃশাসন ও দুর্নীতির অবসানের আশা করেছিলেন ছাত্র-জনতা। কিন্তু কোনো কিছুই দূর হয়নি। ৫৪ বছরেও স্বাধীনতার সত্যিকারের স্বাদ পাইনি আমরা।
জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুরুন্নবীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম, চট্টগ্রাম মহানগরীর আমির শাহাজান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকাস্থ লক্ষ্মীপুর ফোরামের সভাপতি ডা. আনোয়ারুল আজীম প্রমুখ।