চুয়াডাঙ্গা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে আসছে নয়া ছাত্রসংগঠন


জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের নেতৃত্বে আসতে যাচ্ছে নয়া ছাত্রসংগঠন। শিগগিরই আত্মপ্রকাশ ঘটবে সংগঠনটির।
জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তি থেকেই আসতে যাচ্ছে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন। তাদের সংগঠনটি কোনও মূল দলের সাথে সম্পৃক্ত থাকবে না। জুলাই আন্দোলনে মানুষ যে রায় দিয়েছে, সেটিই এ সংগঠনের ভিত্তি। মূল থিম হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই, নয়া ছাত্রসংগঠনটি স্বতন্ত্র হবে।

এ সময় আবু বাকের মজুমদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের লোকজন অংশ নিয়েছে, এখনও আছে। উদাহারণস্বরূপ হিসেবে যদি বলি, এই প্ল্যাটফর্মে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি, বাম ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা ছিল; এখনো আছে। আমরা মনে করছি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানে যে দুইটি অঙ্গীকার ফ্যাস্টিস্ট ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত— এই দুইটি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। একইসাথে এখনকার সাধারণ শিক্ষার্থীসহ যারা একটি মতাদর্শ অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারীদের যারা আরও সফিস্টিকেটেড ভিশনারী পলিটিকস করতে চায় তারা মূলত এ ছাত্রসংগঠনের উদ্যোগ নিয়েছে।

এতে জানানো হয়, ফ্যাসিবাদী ব্যবস্থায় সকল ছাত্র সংসদ কুক্ষিগত ছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্তে তা বিলোপ করতে চায় আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রসংগঠনটি। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে আদর্শিক রাজনীতির পরিবেশ তৈরি করার লক্ষ্য তাদের।

কবে নাগাদ সংগঠনটি আত্মপ্রকাশ হতে পারে, সেই প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, এখনো তারিখ ও নাম চূড়ান্ত হয়নি। জনমত জরিপ ও কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক ছাত্রসংগঠনের নাম প্রকাশ করা হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাওয়া হবে। গণতান্ত্রিক উপায়ে সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হবে।

এদিকে, চলতি মাসের শেষ সপ্তাহে আসতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এবার ‘স্বতন্ত্র’ ছাত্রসংগঠনের ঘোষণা এলো। আবু বাকের মজুমদার ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, রিফাত রশীদসহ অনেকে।

ডিএস../



Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে আসছে নয়া ছাত্রসংগঠন

আপডেটঃ ০২:০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫


জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের নেতৃত্বে আসতে যাচ্ছে নয়া ছাত্রসংগঠন। শিগগিরই আত্মপ্রকাশ ঘটবে সংগঠনটির।
জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তি থেকেই আসতে যাচ্ছে নতুন এ রাজনৈতিক ছাত্র সংগঠন। তাদের সংগঠনটি কোনও মূল দলের সাথে সম্পৃক্ত থাকবে না। জুলাই আন্দোলনে মানুষ যে রায় দিয়েছে, সেটিই এ সংগঠনের ভিত্তি। মূল থিম হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে এটির কোনো সম্পর্ক নেই, নয়া ছাত্রসংগঠনটি স্বতন্ত্র হবে।

এ সময় আবু বাকের মজুমদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের লোকজন অংশ নিয়েছে, এখনও আছে। উদাহারণস্বরূপ হিসেবে যদি বলি, এই প্ল্যাটফর্মে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি, বাম ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা ছিল; এখনো আছে। আমরা মনে করছি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থানে যে দুইটি অঙ্গীকার ফ্যাস্টিস্ট ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত— এই দুইটি বাস্তবায়নের মধ্য দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সমাপ্ত হবে। একইসাথে এখনকার সাধারণ শিক্ষার্থীসহ যারা একটি মতাদর্শ অনুসরণ করে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানকারীদের যারা আরও সফিস্টিকেটেড ভিশনারী পলিটিকস করতে চায় তারা মূলত এ ছাত্রসংগঠনের উদ্যোগ নিয়েছে।

এতে জানানো হয়, ফ্যাসিবাদী ব্যবস্থায় সকল ছাত্র সংসদ কুক্ষিগত ছিল। নতুন রাজনৈতিক বন্দোবস্তে তা বিলোপ করতে চায় আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রসংগঠনটি। শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে আদর্শিক রাজনীতির পরিবেশ তৈরি করার লক্ষ্য তাদের।

কবে নাগাদ সংগঠনটি আত্মপ্রকাশ হতে পারে, সেই প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, এখনো তারিখ ও নাম চূড়ান্ত হয়নি। জনমত জরিপ ও কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক ছাত্রসংগঠনের নাম প্রকাশ করা হবে। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাওয়া হবে। গণতান্ত্রিক উপায়ে সংগঠনের নেতৃত্ব নির্বাচিত হবে।

এদিকে, চলতি মাসের শেষ সপ্তাহে আসতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানের ছাত্রদের নতুন রাজনৈতিক দল। এবার ‘স্বতন্ত্র’ ছাত্রসংগঠনের ঘোষণা এলো। আবু বাকের মজুমদার ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আব্দুল কাদের, রিফাত রশীদসহ অনেকে।

ডিএস../



Source link