জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণের অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। জুলাই নৃশংসতার ন্যায় বিচারের মাধ্যমেই সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। চলতি বছরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা করছি— এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পিআইবিতে আয়োজিত তারুণ্য উৎসব ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় জুলাই নিয়ে বিভিন্ন আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও প্রদর্শন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের মাধ্যমে তারুণ্যের যে শক্তি তৈরি হয়েছে তা আগামী দুই দশক ধরে রাজনীতিসহ অন্যান্য ক্ষেত্রকে প্রভাবিত করবে। তাই তারুণ্যের এই শক্তিকে ধারণ করতে হবে। এ সময় সরকারে থেকে রাষ্ট্রপরিচালনার অভিজ্ঞতা ভবিষ্যতে নতুন বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এখনও অনেক জায়গায় ফ্যাসিস্টদের দোসররা দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে লড়াই চলমান রয়েছে। যারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে এবং ভোটাধিকার হরণ করেছে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে। এ সময় জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ প্রধানতম আসামিদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি।
বার্তাবাজার/এস এইচ