চুয়াডাঙ্গা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এবার গুলশানে অবস্থান নিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ


রাজধানীর গুলশান ১ চত্বরে অবস্থান নিয়েছেন সরকারি তিতুমীর কলেজের প্রায় ১০০০ শিক্ষার্থী। তাদের আন্দোলনের ফলে গুলশান ১-এর উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম সবদিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

তবে, মহাখালী থেকে বনানী কাকলী রুটে উভয় দিকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। তাদের আন্দোলনের কারণে গুলশান এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এর আগে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাখালী থেকে গুলশানমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দিবাগত রাত চারটা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখা হয়। ফলে সারা দিন রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

গতকাল শুক্রবারও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করেন। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। তবে আজ বিকেল চারটার মধ্যে দাবি মানা না হলে আবার সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। সেই ঘোষণা অনুযায়ী, আজ বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা সড়ক অবরোধ শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটা থেকেই কলেজের মূল ফটকের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সাড়ে চারটার দিকে কলেজের সামনে বাঁশ ফেলে রাস্তা বন্ধ করে দেন তাঁরা। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ঢাকার সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই।

 

বার্তাবাজার/এসএইচ





Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

এবার গুলশানে অবস্থান নিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

আপডেটঃ ০৫:৩০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


রাজধানীর গুলশান ১ চত্বরে অবস্থান নিয়েছেন সরকারি তিতুমীর কলেজের প্রায় ১০০০ শিক্ষার্থী। তাদের আন্দোলনের ফলে গুলশান ১-এর উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম সবদিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

তবে, মহাখালী থেকে বনানী কাকলী রুটে উভয় দিকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। তাদের আন্দোলনের কারণে গুলশান এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এর আগে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে মহাখালী থেকে গুলশানমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দিবাগত রাত চারটা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখা হয়। ফলে সারা দিন রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

গতকাল শুক্রবারও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করেন। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। তবে আজ বিকেল চারটার মধ্যে দাবি মানা না হলে আবার সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা। সেই ঘোষণা অনুযায়ী, আজ বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা সড়ক অবরোধ শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটা থেকেই কলেজের মূল ফটকের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সাড়ে চারটার দিকে কলেজের সামনে বাঁশ ফেলে রাস্তা বন্ধ করে দেন তাঁরা। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ঢাকার সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। এ ক্ষেত্রে সরকারি তিতুমীর কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। এ অবস্থায় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই।

 

বার্তাবাজার/এসএইচ





Source link