চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বোর চাষের জন্য কৃষি বীমাকরে ক্ষতিগ্রস্ত ১১৮ জন কৃষকের পরিবারের মাঝে বীমার টাকা তুলে দিলেন দামুড়হুদা ব্র্যাক অফিস।
মঙ্গলবার ৩ টার দিকে ব্র্যাক দামুড়হুদা অফিসে আনুষ্ঠানিকভাবে এই অর্থ প্রদান করা হয়।
ব্র্যাক জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগার সভাপতিত্বে অনুষ্ঠিত বীমার টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজার (মাইক্রো ফাইন্যান্স) ব্র্যাক হেড অফিসের মাসুম বিল্লাল, দামুড়হুদা প্রেসক্লাবে সভাপতি শামসুজ্জোহা পলাশ, ব্র্যাক আঞ্চলিক কর্মকর্তা চুয়াডাঙ্গা আনিসুর রহমান, এলাকা ব্যবস্থাপক মিজানুর রহমান ও এলাকা ব্যবস্থাপক (প্রগতি) নিজাম উদ্দিন।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন, ফিল কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ শামিমুল হক।
১১৮ জন কৃষক প্রতি শতক জমিতে ১৪ টাকা ৫০ পয়সা হিসেবে ব্র্যাকের কৃষি বীমা করেছিলেন। অনাবৃষ্টির কারণে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্থ হওয়ায় এসব কৃষক বীমা দাবী হিসেবে প্রতি শতক জমিতে ৪৭ টাকা ৫০ পয়সা ক্ষতি পূরণ হিসেবে পেলেন।