চুয়াডাঙ্গা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

দেশের মাটিতে আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রেকর্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়েছে টাইগাররা। এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার রেকর্ড করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

 

সোমবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দেশের মাটিতে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছে টাইগাররা।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০৬ সালে অভিষেক হয়েছিল বাংলাদেশের। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ৪৩ রানে জিতেছিল টাইগাররা। এরপর ক্রিকেটের মারকাটারি এই ফরম্যাটে ১৪৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু কখনও দাপটের সঙ্গে নিজেদের মেলে ধরতে পারেনি স্বাগতিকরা।

 

সবশেষ ইংল্যান্ড সিরিজ থেকেই টাইগারদের ইতিহাস বদলে গেছে। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার পর থেকেই উড়ছে সাকিব বাহিনী। যার ফলস্বরূপ আইরিশদের বিপক্ষে সিরিজেও আক্রমণাত্মক খেলছে লিটন-রনিরা।

 

তবে শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচের দায়িত্ব নিয়ে দলের মনোভাবই চেঞ্জ করে দিয়েছেন। ফলে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তারুণ্যের মিশেলে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। এখন সামনে কি করে, সেটাই এখন দেখার বিষয়।

জনপ্রিয় সংবাদ

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদর দফতর

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দেশের মাটিতে আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রেকর্ড

প্রকাশ : ০৫:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়েছে টাইগাররা। এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার রেকর্ড করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

 

সোমবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দেশের মাটিতে ম্যাচ খেলার সেঞ্চুরি করেছে টাইগাররা।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০৬ সালে অভিষেক হয়েছিল বাংলাদেশের। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ৪৩ রানে জিতেছিল টাইগাররা। এরপর ক্রিকেটের মারকাটারি এই ফরম্যাটে ১৪৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কিন্তু কখনও দাপটের সঙ্গে নিজেদের মেলে ধরতে পারেনি স্বাগতিকরা।

 

সবশেষ ইংল্যান্ড সিরিজ থেকেই টাইগারদের ইতিহাস বদলে গেছে। বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার পর থেকেই উড়ছে সাকিব বাহিনী। যার ফলস্বরূপ আইরিশদের বিপক্ষে সিরিজেও আক্রমণাত্মক খেলছে লিটন-রনিরা।

 

তবে শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচের দায়িত্ব নিয়ে দলের মনোভাবই চেঞ্জ করে দিয়েছেন। ফলে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তারুণ্যের মিশেলে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ। এখন সামনে কি করে, সেটাই এখন দেখার বিষয়।