বৃহস্পতিবার (২০ এপ্রিল) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস হেরে আগে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে কলকাতার ব্যাটাররা। সেখান থেকে আর তারা বের হতে পারেনি।
দুই ম্যাচে সাইডবেঞ্চে বসে দলের পরাজয় দেখেছেন। তৃতীয় ম্যাচে এসে মাঠে নেমে দলের পরাজয়ের সাক্ষী হলেন লিটন দাস। ব্যাট হাতে এদিন তিনি ছিলেন ব্যর্থ। সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। এর ফলে হ্যাটট্রিক পরাজয় দেখল কলকাতা নাইট রাইডার্স।
অভিষিক্ত লিটনের সঙ্গে আসরের প্রথম ম্যাচ খেলতে নামেন ইংলিশ ব্যাটার জেসন রয়। কিন্তু উদ্বোধনী জুটিতে ১৫ রান করতেই ৪ রান করে বিদায় নেন লিটন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা। দলীয় ৫০ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। দলের হয়ে জেসন রয় ৩৯ বলে ১ ছয় ও ৫ চারে সর্বোচ্চ ৪৩ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আন্দ্রে রাসেল। তিনি ৩১ বলে ৪ ছয় ও ১ চারে ৩৮ রান করে অপরাজিত থাকেন।
দিল্লির হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নরকিয়া, কুলদীপ যাদব ও ইশান্ত শর্মা। এছাড়া মুকেশ নেন একটি উইকট।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেট ও ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় দিল্লি ক্যাপিটালস। সেই সঙ্গে চলতি আসরে টানা পাঁচ হারের পর প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। অন্যদিকে সমান ম্যাচ খেলা কলকাতা নাইট রাইডার্স পেয়েছে টানা তৃতীয় হারের স্বাদ।