চুয়াডাঙ্গা ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চার বছরে ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৬,২৯০ জন


ব্যাংক খাতে প্রতিবছর নারী কর্মী বাড়ছে। ২০২৪ সালে নারী কর্মী বেড়ে হয়েছে ৩৪ হাজার ৩৬৮ জন। ২০২০ সালের জুনের শেষে দেশের ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা ছিল ২৮ হাজার ৭৮ জন। এ হিসাবে গত চার বছরে ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৬,২৯০ জন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত ২০২৪ সালের জুনভিত্তিক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২১ সালের জুনের শেষে দেশের ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা ছিল ২৯ হাজার ৫১৩ জন। ২০২২ সালের জুন শেষে নারী কর্মী বেড়ে হয়েছিল ৩১ হাজার ৫৪৮ জন। ২০২৩ সালের জুন শেষে নারী কর্মী ছিল ৩২ হাজার ৫৬৭ জন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ব্যাংকের পুরুষের তুলনায় নারী কর্মীর হার ছিল ১৮ দশমিক ৬৭ শতাংশ। তবে শতাংশের হিসাবে ২০২৪ সালের জুনের শেষে তা কমে হয়েছে ১৬ দশমিক ৫৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, ব্যাংকে যারা পেশাজীবন শুরু করছেন, তাদের মধ্যে ১৭ দশমিক ১৯ শতাংশ নারী। ব্যবস্থাপনার মধ্যম স্তরে নারীদের অংশগ্রহণ ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ। আর ব্যাংকের উচ্চপর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে ৯ দশমিক ৩৮ শতাংশ নারী। এখন সরকারি খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নারী। তারা হলেন যথাক্রমে সঞ্চিয়া বিনতে আলী, ওয়াহিদা বেগম ও সালমা বানু। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে আগে ট্রাস্ট ব্যাংকের এমডি হুমায়রা আজম ছিলেন, এখন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের এমডি তিনি। বেসরকারি খাতের সিটি ব্যাংকের অতিরিক্তি এমডি মাহিয়া জুনেদ, পূবালী ব্যাংকের অতিরিক্ত এমডি সুলতানা সরিফুন নাহার।

২০২২ সালের জুন নাগাদ দেশের ব্যাংক খাতে বোর্ড সদস্য বা পরিচালক হিসেবে নারীদের অংশগ্রহণ ছিল মাত্র ১৩ দশমিক ৫৬ শতাংশ। ২০১৮ সালের একই সময়ে এই হার ছিল ১২ দশমিক ৭৬ শতাংশ। ২০২৪ সালে জুনে যা দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৮ শতাংশ, অর্থাৎ নীতিনির্ধারণেও নারীদের অংশগ্রহণ বাড়ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকে নারীদের কর্মসংস্থানের সবচেয়ে বড় অংশীদার হলো দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। গত বছরের জুনের শেষে ৩৪ হাজার ৩৬৮ জন নারী ব্যাংক খাতে কর্মরত ছিলেন। এর মধ্যে ২৩ হাজার ১৬২ জন কাজ করছেন দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোয়। সরকারি ব্যাংকগুলোতে নারী কর্মীর সংখ্যা ৮ হাজার ২৪১।



Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

চার বছরে ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৬,২৯০ জন

আপডেটঃ ১১:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫


ব্যাংক খাতে প্রতিবছর নারী কর্মী বাড়ছে। ২০২৪ সালে নারী কর্মী বেড়ে হয়েছে ৩৪ হাজার ৩৬৮ জন। ২০২০ সালের জুনের শেষে দেশের ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা ছিল ২৮ হাজার ৭৮ জন। এ হিসাবে গত চার বছরে ব্যাংকে নারী কর্মী বেড়েছে ৬,২৯০ জন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত ২০২৪ সালের জুনভিত্তিক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২১ সালের জুনের শেষে দেশের ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা ছিল ২৯ হাজার ৫১৩ জন। ২০২২ সালের জুন শেষে নারী কর্মী বেড়ে হয়েছিল ৩১ হাজার ৫৪৮ জন। ২০২৩ সালের জুন শেষে নারী কর্মী ছিল ৩২ হাজার ৫৬৭ জন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ব্যাংকের পুরুষের তুলনায় নারী কর্মীর হার ছিল ১৮ দশমিক ৬৭ শতাংশ। তবে শতাংশের হিসাবে ২০২৪ সালের জুনের শেষে তা কমে হয়েছে ১৬ দশমিক ৫৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, ব্যাংকে যারা পেশাজীবন শুরু করছেন, তাদের মধ্যে ১৭ দশমিক ১৯ শতাংশ নারী। ব্যবস্থাপনার মধ্যম স্তরে নারীদের অংশগ্রহণ ১৬ দশমিক শূন্য ৩ শতাংশ। আর ব্যাংকের উচ্চপর্যায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের মধ্যে ৯ দশমিক ৩৮ শতাংশ নারী। এখন সরকারি খাতের বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নারী। তারা হলেন যথাক্রমে সঞ্চিয়া বিনতে আলী, ওয়াহিদা বেগম ও সালমা বানু। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে আগে ট্রাস্ট ব্যাংকের এমডি হুমায়রা আজম ছিলেন, এখন ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্সের এমডি তিনি। বেসরকারি খাতের সিটি ব্যাংকের অতিরিক্তি এমডি মাহিয়া জুনেদ, পূবালী ব্যাংকের অতিরিক্ত এমডি সুলতানা সরিফুন নাহার।

২০২২ সালের জুন নাগাদ দেশের ব্যাংক খাতে বোর্ড সদস্য বা পরিচালক হিসেবে নারীদের অংশগ্রহণ ছিল মাত্র ১৩ দশমিক ৫৬ শতাংশ। ২০১৮ সালের একই সময়ে এই হার ছিল ১২ দশমিক ৭৬ শতাংশ। ২০২৪ সালে জুনে যা দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৮ শতাংশ, অর্থাৎ নীতিনির্ধারণেও নারীদের অংশগ্রহণ বাড়ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকে নারীদের কর্মসংস্থানের সবচেয়ে বড় অংশীদার হলো দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো। গত বছরের জুনের শেষে ৩৪ হাজার ৩৬৮ জন নারী ব্যাংক খাতে কর্মরত ছিলেন। এর মধ্যে ২৩ হাজার ১৬২ জন কাজ করছেন দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোয়। সরকারি ব্যাংকগুলোতে নারী কর্মীর সংখ্যা ৮ হাজার ২৪১।



Source link