চুয়াডাঙ্গা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে যা বললেন জাঙ্গু

ওয়েস্ট ইন্ডিজ দল যেন ফিরে পেয়েছে তাদের চেনা ছন্দ। অন্তত ওয়ানডে সিরিজে তাদের খেলা দেখে তাই মনে হয়েছে। বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ৩২১ রান তুলেও হারাতে পারল না স্বাগতিকদের। ধবল ধোলাইয়ের অস্বস্তি নিয়ে শেষ হলো ওয়ানডে সিরিজ। এবার ক্যারিবীয়দের সঙ্গে ৩ ম্যাচ টি-টোয়েন্টির লড়াই।

 

সেই টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডেতে ভাল খেলার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন কেসি কার্টি। সঙ্গে ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন জনসন চার্লস।

 

আগেই জানা গিয়েছিল টি-টোয়েন্টি সিরিজে শাই হোপ, শারেফান রাদারফোর্ডকে পাবে না ক্যারিবীয়রা। বিগ ব্যাশ লিগে খেলতে যাবেন এই দুই তারকা। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য সিরিজে শেষ ম্যাচ নেই আকিল হোসেন।

 

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৯৫ রান করা কার্টিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্ট সিরিজে কার্টিকে দলে নেওয়ার ব্যাখা দিতে গিয়ে উইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, ‘কার্টি আমাদের দেখিয়েছে, ওই সংস্করণেও ভালো হতে পারে। বাংলাদেশের বিপক্ষে খেলা, এমন একটা দল যাদের হালকা করে দেখার সুযোগ নেই। আমাদের সবাইকেই চাই।’

 

বাংলাদেশের সঙ্গে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকছেন রোভম্যান পাওয়েল। তার ডেপুটি ব্র্যান্ডন কিং।

 

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে। তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর।

 

ওয়েস্ট ইন্ডিজ দল

রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিলস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে যা বললেন জাঙ্গু

আপডেটঃ ০৪:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজ দল যেন ফিরে পেয়েছে তাদের চেনা ছন্দ। অন্তত ওয়ানডে সিরিজে তাদের খেলা দেখে তাই মনে হয়েছে। বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ ৩২১ রান তুলেও হারাতে পারল না স্বাগতিকদের। ধবল ধোলাইয়ের অস্বস্তি নিয়ে শেষ হলো ওয়ানডে সিরিজ। এবার ক্যারিবীয়দের সঙ্গে ৩ ম্যাচ টি-টোয়েন্টির লড়াই।

 

সেই টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডেতে ভাল খেলার পুরস্কার হিসেবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন কেসি কার্টি। সঙ্গে ইনজুরি কাটিয়ে দলে ফিরলেন জনসন চার্লস।

 

আগেই জানা গিয়েছিল টি-টোয়েন্টি সিরিজে শাই হোপ, শারেফান রাদারফোর্ডকে পাবে না ক্যারিবীয়রা। বিগ ব্যাশ লিগে খেলতে যাবেন এই দুই তারকা। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য সিরিজে শেষ ম্যাচ নেই আকিল হোসেন।

 

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৯৫ রান করা কার্টিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্ট সিরিজে কার্টিকে দলে নেওয়ার ব্যাখা দিতে গিয়ে উইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি বলেন, ‘কার্টি আমাদের দেখিয়েছে, ওই সংস্করণেও ভালো হতে পারে। বাংলাদেশের বিপক্ষে খেলা, এমন একটা দল যাদের হালকা করে দেখার সুযোগ নেই। আমাদের সবাইকেই চাই।’

 

বাংলাদেশের সঙ্গে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকছেন রোভম্যান পাওয়েল। তার ডেপুটি ব্র্যান্ডন কিং।

 

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে। তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর।

 

ওয়েস্ট ইন্ডিজ দল

রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিলস (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

Source link