দামুড়হুদায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষিত মঙ্গল শোভাযাত্রার ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’।
এ স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার ১৪ এপ্রিল সকাল সাড়ে ৮ টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে দামুড়হুদা মিনি স্টেডিয়ামে মাঠ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় হাডুডু খেলা, লাঠি খেলা ও পালকি, বর কনে, বন মানুষ, কৃষক,জেলে, নব সুন্দরসহ প্রদর্শনের মতো বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা শিল্প কলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলী মুনছুর বাবু।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সজল কুমার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আ লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী প্রমুখ।
পরে মঙ্গল শোভাযাত্রার অংশ গ্রহনকারী দলের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দলকে পুরস্কার দেয়া হয় ও সকল দলকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু বলেন, নববর্ষ আমাদের বাঙালির জাতিত্বজ্ঞাপক উৎসব। সংস্কৃতির শক্তিতে আমরা রাজনৈতিক মহাযুদ্ধে বিজয়ী হয়ে স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। স্বাধীনতাকে সকল মানুষের জন্য অর্থবহ করতে সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন, নববর্ষ উৎসব যে জাগরণের অন্যতম বীজবিন্দু।