চুয়াডাঙ্গা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

ভারতে পুলিশের গাড়িতে বোমা হামলা,নিহত ১১

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে পুলিশের একটি গাড়িতে বোমা হামলা চালিয়েছে মাওবাদীরা। এতে নিহত হয়েছেন ওই গাড়ির চালক এবং ১০ জন পুলিশ সদস্য।

আজ বুধবার দুপুরের দিকে রাজ্যের বাস্তার জেলার দান্তেওয়াদা এলাকায় ঘটেছে এ ঘটনা।

বিভিন্ন জনজাতি অধ্যুষিত রাজ্য ছত্তিশগড়ে মাওবাদীরা বেশ প্রভাবশালী। এই রাজ্যটি মাওবাদীদের অন্যতম ঘাঁটি বলেও পরিচিত।

 

হিন্দুস্তান টাইমস ও দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, মাওবাদীদের খোঁজে একটি তল্লাশি অভিযান সারার পরে গাড়িতে করে ফিরছিলেন ওই পুলিশকর্মীরা। তখনই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ঝাঁঝরা হয়ে যায় গোটা গাড়ি। ভিতরে থাকা দশ পুলিশেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মারা গেছেন গাড়ির চালকও।

 

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বড় হামলার খবর আগেই ছিল। গত সপ্তাহেই সিপিআই মাওবাদীর নাম লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছিল, যাতে তারা জানিয়েছিল, খুব শিগগিরিই পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানো হবে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

প্রসঙ্গঃ

সেনাপ্রধানের আশা একটি সুন্দর দেশ গড়ার

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ভারতে পুলিশের গাড়িতে বোমা হামলা,নিহত ১১

প্রকাশ : ০৭:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে পুলিশের একটি গাড়িতে বোমা হামলা চালিয়েছে মাওবাদীরা। এতে নিহত হয়েছেন ওই গাড়ির চালক এবং ১০ জন পুলিশ সদস্য।

আজ বুধবার দুপুরের দিকে রাজ্যের বাস্তার জেলার দান্তেওয়াদা এলাকায় ঘটেছে এ ঘটনা।

বিভিন্ন জনজাতি অধ্যুষিত রাজ্য ছত্তিশগড়ে মাওবাদীরা বেশ প্রভাবশালী। এই রাজ্যটি মাওবাদীদের অন্যতম ঘাঁটি বলেও পরিচিত।

 

হিন্দুস্তান টাইমস ও দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, মাওবাদীদের খোঁজে একটি তল্লাশি অভিযান সারার পরে গাড়িতে করে ফিরছিলেন ওই পুলিশকর্মীরা। তখনই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ঝাঁঝরা হয়ে যায় গোটা গাড়ি। ভিতরে থাকা দশ পুলিশেরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। মারা গেছেন গাড়ির চালকও।

 

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বড় হামলার খবর আগেই ছিল। গত সপ্তাহেই সিপিআই মাওবাদীর নাম লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছিল, যাতে তারা জানিয়েছিল, খুব শিগগিরিই পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানো হবে।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।