চুয়াডাঙ্গা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
১১৪তম বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন

কুষ্টিয়ায় হচ্ছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়

দেশের ১১৪তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কুষ্টিয়ায় নতুন এ বিশ্ববিদ্যালয় নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টিতে।

 

১৪ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ থেকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফওজিয়া আলম কাছে চিঠি পাঠানো হয়েছে। কুষ্টিয়া হাউজিং স্টেটের প্লট নম্বর ৬ ও ৭ নম্বর প্লটের এ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস স্থাপন হবে।

 

মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা অনুযায়ী বর্ণিত শর্তসমূহ প্রতিপালন সাপেক্ষে প্রস্তাবিত ‘লালন বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়াও চলতি বছরে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ; তিস্তা ইউনিভার্সিটি; বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, খুলনা; নামে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। সব মিলিয়ে চলতি বছরের এ পর্যন্ত ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার।

 

বর্তমানে ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০০টি চালু রয়েছে। তবে নানা জটিলতায় ৪টি বিশ্ববিদ্যালয় এখনও শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি। এছাড়া মামলা জটে বন্ধের উপক্রম আরও প্রায় ৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এছাড়া একাধিক বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য শিক্ষার্থী সঙ্কটে ধুঁকছে। আর্থিক সঙ্কট, অনিয়মে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অবস্থাও করুণ। গুটিকয়েক বিশ্ববিদ্যালয় ব্যতীত অধিকাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তাদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে।

 

 

জনপ্রিয় সংবাদ
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

১১৪তম বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন

কুষ্টিয়ায় হচ্ছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৭:৫৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩

দেশের ১১৪তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয় নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কুষ্টিয়ায় নতুন এ বিশ্ববিদ্যালয় নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪টিতে।

 

১৪ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ থেকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফওজিয়া আলম কাছে চিঠি পাঠানো হয়েছে। কুষ্টিয়া হাউজিং স্টেটের প্লট নম্বর ৬ ও ৭ নম্বর প্লটের এ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস স্থাপন হবে।

 

মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা অনুযায়ী বর্ণিত শর্তসমূহ প্রতিপালন সাপেক্ষে প্রস্তাবিত ‘লালন বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়াও চলতি বছরে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ; তিস্তা ইউনিভার্সিটি; বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, খুলনা; নামে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। সব মিলিয়ে চলতি বছরের এ পর্যন্ত ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার।

 

বর্তমানে ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০০টি চালু রয়েছে। তবে নানা জটিলতায় ৪টি বিশ্ববিদ্যালয় এখনও শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি। এছাড়া মামলা জটে বন্ধের উপক্রম আরও প্রায় ৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এছাড়া একাধিক বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য শিক্ষার্থী সঙ্কটে ধুঁকছে। আর্থিক সঙ্কট, অনিয়মে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অবস্থাও করুণ। গুটিকয়েক বিশ্ববিদ্যালয় ব্যতীত অধিকাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তাদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে।