চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরনের উদ্বোধন কারা হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে এই বীজ ও সার বিতরনের কাজ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। প্রধান অতিথী বলেন সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সারের কোন সংকট নেই, কৃষকদের সার নিয়ে কোন ধরনের ঝামেলা পোহাতে হচ্ছেনা। কৃষকদের মঙ্গলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছেন। উৎপাদন বৃদ্ধির লক্ষে ধানসহ বিভিন্ন ফসলের হাইব্রিড উন্নত জাতের বীজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে,উপজেলায় ২০২২-২০২৩অর্থ বছরে খরিপ ২০২৩-২০২৪ মৌসুমে গ্রীস্মকালীন পেঁয়াজ,ধানী গোল্ড হাইব্রিড ও রোপা আমন ধান প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ৩০০জন কৃষকের ১ কেজি পেঁয়াজের বীজ ২০ কেজি ডিএপি, ২০কেজি এমওপি সার ও নগদ ২ হাজার ৮০০ টাকা,নাইলল সুতা বালাইনাষক দেয়া হবে।
এছাড়াও ১ হাজার ১০০জন কৃষক কে ৫কেজি ধানের বীজ ২০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার ১৪০জন কৃষকের হাইব্রিড ধানী গোল্ড জাতের কেজি বীজ,১০কেজি ডিএপি বিনা মূল্যে বিতরন করা হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি)সজল কুমার দাস,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন,দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলি,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলি,দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিউল কবির ইউসুফ, আওয়ামীলগি নেতা সেলিম উদ্দীন বগা,সদর ইউপির সদস্য উপজেলা সিআইজির সভাপতি সামসুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অভিজিত কুমার বিশ্বাস।