যশোরে বিপুল পরিমান ভারতীয় প্রসাধনীসহ ১২ চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। রোববার রাতে শহরের রেলস্টেশন এলাকার হরিজন পল্লিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
অভিযানে উদ্ধার হয়েছে ভারতীয় ২৪২ পিস বডি স্প্রে, ২০১১ পিস ফেইস ওয়াস, ৯৪ পিস তেল, ১হাজার ৬শ’ ১৬ প্যাকেট শন পাপড়ী, ৫শ’২০ পিস মেহেদী, ২৫২ পিস পেস্ট, ৬০৮০ পিস বিভিন্ন ধরণের ক্রিম, শ্যাম্পু ও সাবান। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
আটককৃতরা হচ্ছে পাবনা জেলার সাথিয়া থানার নাগ ডেমরা গ্রামের সরোয়ার হোসেন (৪৩), খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার আরবপুর, গোরাপাড়া গ্রামের শুভ দাস (২৫), খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার সোনাডাঙ্গা গ্রামের শুভ দাসের স্ত্রী টুম্পা দাস (২৩), যশোর শহরের ঘোপ নওয়াপাড়ার মোঃ সবুজের স্ত্রী জোসনা খাতুন (৩২),
বেনাপোলের ভবেরবেড় মধ্যপাড়ার শিল্পি বেগম (৪৮), যশোরের হরিজন কলোনীর মৃত রামকুমার দাসের স্ত্রী রীনা রানী দাস (৪৮), যশোর রেলবাজার সুইপার কলোনীর দিপু কুমার দাস (২৬), রেলগেট কলাবাগনপাড়া গ্রামের আবু তাহেরের স্ত্রী সালমা বেগম (৫০), রেল গেট পশ্চিমপাড়ার ফুলি বেগম (৪২),
অভয়নগর থানার নওয়াপাড়া গ্রামের হাশেম আলীর স্ত্রী লিলি বেগম (৪০), বেনাপোল ভবের বেড় গ্রামের আব্দুর নুর রিপনের স্ত্রী রুপালী খাতুন (৩২), একই গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী কুলসুম খাতুন (২৩)।