দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে চুয়াডাঙ্গা-১ আসনের জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ সালাম উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। শেষ পর্যন্ত চুয়াডাঙ্গা-১ আসন থেকে ৬ জন ও চুয়াডাঙ্গা-২ আসন থেকে ৭ জন প্রাথীসহ ১৩ জন প্রার্থী ভোটযুদ্ধে থাকছেন।
রোববার (১৭ ডিসেম্বর) বিকালে রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা জানান, চুয়াডাঙ্গা-১ আসনে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জাতীয় পার্টির সোহরাব হোসেন অ্যাডভোকেট, ন্যাশনাল পিউপলস পার্টির ইদ্রিস চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা, এম এ রাজ্জাক খান ও এম শহিদুর রহমান।
চুয়াডাঙ্গা-২ আসনে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগার, জাতীয় পার্টির রবিউল ইসলাম, ন্যাশনাল পিউপলস পার্টির ইদ্রিস চৌধুরী, জাসদ (ইনু) দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ, জাকের পার্টির আব্দুল লতিফ খান, স্বতন্ত্র প্রার্থী মো. আবু হাশেম রেজা ও আপিল শুনানির মাধ্যমে প্রার্থিতা পদ ফিরে পাওয়া স্বতন্ত্র প্রার্থী মো. নূর হাকিম।