ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরির আঘাতে সাকিব সিকদার (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
১১ ডিসেম্বর (বুধবার) রাত ২ টায় উপজেলার হবিরবাড়ীর পাড়াগাঁও (চঠানপাড়া) এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় অটো চোর রুহুল আমীনকে স্থানীয় জনগণ আটকের পর থানায় সোপর্দ করেছেন।
নিহত সাকিবের পরিবার জানায়, রাতে অটোরিকশা চুরি করে পালানোর পথে সাকিব বাধা দেয়। দৌঁড়ে ছিনতাইকারীর পিছু নিলে হাতে থাকা ছুরি দিয়ে সাকিবকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে। নিহত সাকিব সিকদার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গৌরিপুর এলাকার হাইজু সিকদারের ছেলে।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, অটো রিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারী ছুরিকাঘাত করলে সাকিব মারা যান। স্থানীয় লোকজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় মামলায় প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এস এইচ