সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৩ টার সময় ঢাকার নিউ ইস্কাটন রোডে অবস্থিত গ্রান্ড প্যালেস চাইনিজ এন্ড পার্টি সেন্টারে বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম এর আয়োজনে এক গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি শিকদার মকবুল হকের নিকট হতে তিনি এই এ্যাওয়ার্ড গ্রহণ করেন।
রফিকুল হাসান তনু দীর্ঘদিন যাবত সুনামের সাথে দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন এবং সমাজ সেবায় বিভিন্ন মানবিক কাজে ভূমিকা রেখে চলেছেন।
তিনি তার এই অসামান্য সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় ভূমিকা রাখার জন্য এবার ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন।। তার এই কৃতিত্বে
উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, বিশিষ্ট কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন,বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের কার্যকরী সভাপতি এস এম আনোয়ার হোসেন অপু।