ভোলার মনপুরায় পুলিশের উপর হামলা মামলায় দুই যুবলীগ নেতাসহ ভারপ্রাপ্ত এক চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ও সকালে পৃথক অভিযানে উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিন আসামিকে কোর্টের মাধ্যমে ভোলা জেল হাজতে ফেরন করা হয়েছে । গ্রেফতারকৃত আসামিরা হলেন, মনপুরা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতাব্বর (৩৫), হাজীর হাট ইউনিয়ন যুবলীগ সদস্য মোঃ মহসিন (৪২) ও হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাফর (৫২)। তারা একই মামলার এজাহারভুক্ত আসামি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ মার্চ ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ প্রাথীর মাঝে সংঘর্ষ ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আসামিরা পুলিশকে লক্ষ করে হত্যার উদ্দেশ্য ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয় । পরে পুলিশ বাদি হয়ে পুলিশ অ্যাসল্ট মামলা করে।মনপুরা থানা মামলা নং -১, জি আর ১৬/২৪।
এব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের গায়ে হতার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপ করার ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি, পলাতক আসামি এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে।