ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজির বাজার মসজিদ মার্কেট এলাকায় দোকান ও মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি দোকান ও মাদরাসার দুইটি রুম পুড়ে গেছে। সোমবার বিকাল ৪ টায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কে খবর দিলে ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না, তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
বার্তাবাজার/এস এইচ