গাইবান্ধার পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়ন এলাকায় রাতের আঁধারে পূর্ব কুমারগাড়ী সার্বজনিন কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর ঘটনায় হাতে-নাত আটককৃত আক্কাস আলীকে (২৭) স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।
থানা পুলিশ ও ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী সূত্র জানায়; (শনিবার) ১১ মার্চ দিনগত রাত পৌনে ১টার দিকে ভাঙচুরের ঘটনাটি ঘটেছে। স্থানীয় ব্যবসায়ি বিশ্বজিৎসহ অনেকেই মুঠোফোনে বিষয়টি সম্পর্কে জানান; এসময় একই সাথে দুই যুবক মন্দিরে ঢুকে পড়ে।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের পাকড়াও করে আক্কাস আলীকে হাতে-নাতে আটক করে। সুযোগ বুঝে অপর অজ্ঞাত যুবক পালিয়ে যায়। আক্কাসকে প্রথমতঃ হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়। অনেকেই জানান এ ঘটনায় আক্কাস একাই ছিল। প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়ে সে দিব্যি মন্দিরেই অবস্থান করছিল। আক্কাস একই উপজেলার পার্শ্ববর্তী হরিনাথপুর ইউপির হরিনাবাড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বলে জানা যায়। আক্কাস নিজেকে একজন অপ্রকৃতিস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন বলে উল্লেখ করে।
মন্দিরে ঢুকেই উপূর্যপরি এলোপাথাড়ি কোঁপে কালী প্রতিমার মূর্তিটি ভাঙচুর করে মন্দিরেই বসে ছিলেন। খবর পেয়ে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. রায়হান আলী ঘটনাস্থল থেকে আটক করে তাকে পুলিশ তদন্ত কেন্দ্রে নেন। কোন পর্যায় এবং কি কারণে প্রতিমা ভাঙচুর করা হয় সে ব্যাপারে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ অব্যাহত বলে পুলিশ সূত্র জানায়।
এদিকে; খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শনে করেন। আক্কাস আলীকে নিয়ে রাত সোয়া ৩টার দিকে থানায় পৌঁছান। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়; আমার মাথা ঠিক নেই। আমার প্রতি কালীর আঁচর আছে। সে জানায় প্রায়ঃশই গালমন্দসহ মাথার সিঁদুর নিতে পারবোনা বলে কালী আমাকে শাসায়। বিষয়টি সহ্য করতে না পেয়ে জেঁদের বশবর্তী কালী প্রতিমার মাথার সিঁদুর নিতে আমি মন্দিরে ঢুকে পড়ি। এসময় কালী আমার প্রতি নানা ভীতিকর ধমকসহ উচ্চবাচ্য বলে। একারণে আমি প্রতিমাটিকে ভেঙ্গে ফেলি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রতিমা ভাঙচুরের নেপথ্যে ভিন্ন কোনো অসৎ উদ্দেশ্য-রহস্য অথবা পৃথক কোনো ঘটনা কিংবা অপর কেউ জড়িত রয়েছে কি-না? সেসব ব্যাপারে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা। আক্কাস আলীকে আসামী করে মন্দির কমিটির সেক্রেটারি তপন কুমার বাদী হয়ে এ ব্যাপারে থানায় মামলা দায়ের (নং-৭ তাং-১২/৩/২০২৩) করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে। ছবি সংযুক্ত