চুয়াডাঙ্গা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

চৌগাছায় দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

যশোরের চৌগাছা সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

শুক্রবার ( ৩১ মার্চ ) সন্ধ্যা ৬টার দিকে চৌগাছা উপজেলার লক্ষীপুর সীমান্ত থেকে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চৌগাছা কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ হতে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করবে। এমন সংবাদে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলদল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কপোতাক্ষ নদের তীরে ফাঁদ পেতে থাকে।

 

এ সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। টহল দল উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে লোকটি ভারতের দিকে পালিয়ে যায় এবং পালানোর সময় উক্ত ব্যক্তির কোমরে রাখা স্বর্ণের বারগুলো পড়ে যায়।

 

পরবর্তীতে উক্ত স্থান হতে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১.৫১৫ কেজি এবং বর্তমান বাজার মূল্য এক কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি’র টহল অত্যন্ত জোরদার থাকায় এ স্বর্ণের চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ চৌগাছা থানায় মামলা দায়ের মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জীবননগরে অধিকমূল্যে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

চৌগাছায় দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

প্রকাশ : ০৯:২১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

যশোরের চৌগাছা সীমান্ত থেকে দেড় কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

শুক্রবার ( ৩১ মার্চ ) সন্ধ্যা ৬টার দিকে চৌগাছা উপজেলার লক্ষীপুর সীমান্ত থেকে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চৌগাছা কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ হতে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করবে। এমন সংবাদে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলদল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কপোতাক্ষ নদের তীরে ফাঁদ পেতে থাকে।

 

এ সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে উক্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। টহল দল উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে লোকটি ভারতের দিকে পালিয়ে যায় এবং পালানোর সময় উক্ত ব্যক্তির কোমরে রাখা স্বর্ণের বারগুলো পড়ে যায়।

 

পরবর্তীতে উক্ত স্থান হতে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১.৫১৫ কেজি এবং বর্তমান বাজার মূল্য এক কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি’র টহল অত্যন্ত জোরদার থাকায় এ স্বর্ণের চালানটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ চৌগাছা থানায় মামলা দায়ের মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।