চুয়াডাঙ্গা ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয় মাইল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি মিয়া (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (৩০ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহতের নাম শান্তি মিয়া। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুল মোত্তালিবের ছেলে ও ব্রুনাই প্রবাসী। তার মরদেহ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পদ্মাবিলা ইউপি ২ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রউফ জানান, মঙ্গলবার সকালে শান্তি সরোজগঞ্জ বাজার থেকে ফিরছিলেন। ছয়মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

 

ওসি মাহাব্বুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশ : ০৬:২৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩

চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয় মাইল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি মিয়া (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (৩০ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহতের নাম শান্তি মিয়া। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুল মোত্তালিবের ছেলে ও ব্রুনাই প্রবাসী। তার মরদেহ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পদ্মাবিলা ইউপি ২ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রউফ জানান, মঙ্গলবার সকালে শান্তি সরোজগঞ্জ বাজার থেকে ফিরছিলেন। ছয়মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শান্তি গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

 

ওসি মাহাব্বুর রহমান জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।