চুয়াডাঙ্গা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

‘দাগি’ সিনেমায় নতুন লুকে নিশো


দুই বছর পর নতুন সিনেমায় নতুন লুকে হাজির হলেন আফরান নিশো। সদ্যই উন্মুক্ত হয়েছে তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’র টিজার। ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান।

প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর ৭৮৬। টিজারে নিশো ছাড়াও দেখা গেছে তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও।

আফরান নিশো জানান, ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। ‘দাগি’ এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে। মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প ‘দাগি’-তে আরো অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, গাজী রাকায়েত, মিলি বাশার, প্রীতি আলভি প্রমুখ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।



Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

‘দাগি’ সিনেমায় নতুন লুকে নিশো

আপডেটঃ ১১:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫


দুই বছর পর নতুন সিনেমায় নতুন লুকে হাজির হলেন আফরান নিশো। সদ্যই উন্মুক্ত হয়েছে তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’র টিজার। ১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে। সিনেমায় তার চরিত্রের নাম নিশান।

প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। তার কয়েদি নম্বর ৭৮৬। টিজারে নিশো ছাড়াও দেখা গেছে তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও।

আফরান নিশো জানান, ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। ‘দাগি’ এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে। মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প ‘দাগি’-তে আরো অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, গাজী রাকায়েত, মিলি বাশার, প্রীতি আলভি প্রমুখ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।



Source link