চুয়াডাঙ্গা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গণবিজ্ঞপ্তির ফল শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়

  • নিউজ রুমঃ
  • আপডেটঃ ০৭:০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • 525

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির অনুমোদনের পর প্রকাশ করা হবে,এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশের ফল।

 

এনটিআরসিএ সূত্রে জানা যায়, চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল পুরোপুরি প্রস্তুত। কাজ বাকি রয়েছে। যে কাজগুলো অবশিষ্ট আছে সেগুলো ফল প্রকাশের সময় করা হবে। শিক্ষামন্ত্রীর অনুমোদনক্রমে ফল প্রকাশ করা হবে।

 

আজ (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রীর অনুমতি চাওয়া হবে। এরপর মন্ত্রী যখন অনুমতি দেবেন তখনই ফল প্রকাশ করা হবে।

 

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে আমরা পুরোপুরি প্রস্তুত। শিক্ষামন্ত্রী যখন অনুমোদন দেবেন তখনই প্রকাশ করা হবে।

 

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল-কলেজে ৩৬ হাজার ৮৮২ জন নিয়োগ দেওয়া হবে। গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত চলে। এক লাখের বেশি চাকরিপ্রার্থী শিক্ষক হওয়ার আবেদন করেছেন।

বাংলাদেশি ১৩ যুবককে আটকের কথা স্বীকার করল বিএসএফ

avashnews

Powered by WooCommerce

গণবিজ্ঞপ্তির ফল শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়

আপডেটঃ ০৭:০২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির অনুমোদনের পর প্রকাশ করা হবে,এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রাথমিক সুপারিশের ফল।

 

এনটিআরসিএ সূত্রে জানা যায়, চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল পুরোপুরি প্রস্তুত। কাজ বাকি রয়েছে। যে কাজগুলো অবশিষ্ট আছে সেগুলো ফল প্রকাশের সময় করা হবে। শিক্ষামন্ত্রীর অনুমোদনক্রমে ফল প্রকাশ করা হবে।

 

আজ (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রীর অনুমতি চাওয়া হবে। এরপর মন্ত্রী যখন অনুমতি দেবেন তখনই ফল প্রকাশ করা হবে।

 

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান বলেন, চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করতে আমরা পুরোপুরি প্রস্তুত। শিক্ষামন্ত্রী যখন অনুমোদন দেবেন তখনই প্রকাশ করা হবে।

 

প্রসঙ্গত, ২০২২ সালের ২২ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৩১ হাজার ৫০৮ জন এবং মাদরাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি স্কুল-কলেজে ৩৬ হাজার ৮৮২ জন নিয়োগ দেওয়া হবে। গত ২৯ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি পর্যন্ত চলে। এক লাখের বেশি চাকরিপ্রার্থী শিক্ষক হওয়ার আবেদন করেছেন।