চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরে মাথাভাঙ্গা নদীতে ভাসতে থাকা রোজিনা আক্তার রোজি (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নিচ দিয়ে বয়ে যাওয়া মাথাভাঙ্গা নদী থেকে দামুড়হুদা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, শুক্রবার সকালে স্থানীয় লোকজন নদীতে গোসল করতে গিয়ে দেখতে পাই অজ্ঞাত এক নারীর মরদেহ নদীর কিনারায় ভাসছে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ সকাল ৮ টার দিকে ঘটনাস্থলে এসে অজ্ঞাত মরদেহটি নদী থেকে উঠিয় থানায় নেয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ নদী থেকে অজ্ঞাত ৩০ থেকে ৩৫ বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরে সকাল সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাটকালুগঞ্জের রুস্তম আলী থানায় এসে মরদেহটি সনাক্ত করে জানানা এটি তার জন্মগত প্রতিবন্ধি মেয়ে রোজিনা আক্তার রোজি (৪০)।
নিহত রোজির পিতা রুস্তম আলী জানান, রোজি গতকাল বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেলে বাড়ি থেকে নিখোজ হয়ে যায় রোজি। তার পর থেকে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও মেয়ের কোন সন্ধান পায়নি। আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়ের ছবি ও ভিডিও দেখে সনাক্ত করি এটি আমার মেয়ের মরদেহ।