চুয়াডাঙ্গা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ রাজ্জাক খান রাজের গনসংযোগ ও পথসভা জনসভা অব্যাহত রেখেছেন।
বুধবার (২০ ডিসেম্বর) আলমডাঙ্গায় গনসংযোগ শেষে আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন আলমডাঙ্গার ও চুয়াডাঙ্গার আয়োজনে রাজ্জাক খাঁনের ফ্রিজ মার্কা প্রতীকের ভোট দেওয়ার সমর্থনে আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের স্বতন্ত্র প্রার্থী মিনিষ্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মোঃ মজনুর রহমান জান্টু, এসময় চুয়াডাঙ্গার ও আলমডাঙ্গার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, চুয়াডাঙ্গার জনগন মুক্তি চায় পরিবর্তন চায়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনে মডেল জেলা, উন্নত জেলা গড়তে রাজ্জাক খান রাজ ছাড়া বিকল্প নেই।
বিশেষ অতিথি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশন আলমডাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মোঃ মজনুর রহমান জান্টু বলেন, সবাই একতাবদ্ধ হয়ে রাজ্জাক খান রাজ কে বিজয়ী করতে হবে। সকল মেম্বার ও জনসাধারণের বলতে চাই, রাজ্জাক খান এমপি হলে দূর্নীতি ও অনিয়ম মুক্ত জেলা হবে । এসময় এম এ রাজ্জাক খান রাজ বলেন আমি চুয়াডাঙ্গার মেম্বারদের পাশে আছি থাকবো, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হয়েছি , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জয়ী হয় বা না হয় আমি মেম্বারদের ছেলেমেয়েদের জন্য ব্রিত্তি ব্যাবস্থা চালু করবো, স্মার্ট জেলা গড়ার সাথে স্মার্ট মেম্বার গঠন করতে চায় মেম্বার রা কেন লাঞ্চিত বঙ্নিতর শিকার হবে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে স্মার্ট চুয়াডাঙ্গা গঠনে মেম্বারদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, নুরুল ইসলাম, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তালেব, নজরুল ইসলাম, শাহিনুর, জাহানারা, রোকসানা, নুপুর , আনারুল ইসলাম, মাসুদা, আব্দুস সালাম, রাশেদা বেগম, ঠান্ডু, আফাজ, মানোয়ার, ঝন্টু, রফিক, লিপি, আলেয়া, রাজন, মানিক, জাহানারা, ববিতা, নাছিমা, নার্গিস, মনিরুজ্জামান, আনিসুজ্জামান, সহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক ইউপি সদস্য সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।