সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধারা এবার দেশটির তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলের দাবি করেছে। এর মধ্যে দিয়ে খুব শিগগির বাশার আল-আসাদ সরকারের পতন সন্নিকটে মনে করছেন বিশ্লেষকরা।
রোববার (৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রোববার বিদ্রোহীগোষ্ঠীর নেতৃত্বে দেওয়া ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ঘোষণা করেছে, সিরিয়ার সরকারী বাহিনী বিরুদ্ধে একটি অত্যাশ্চর্য আক্রমণে তারা হোমস শহরটি দখল করেছে।
রয়্টার্সের প্রতিবেদন অনুসারে, হোমস থেকে সিরিয়ান সেনাবাহিনী সরে যাওয়ার পর হাজারো বাসিন্দা রাস্তায় নেমে আসে। তারা নাচতে নাচতে স্লোগান দিতে থাকে, ‘আসাদ শেষ, হোমস মুক্ত’ এবং ‘সিরিয়া দীর্ঘজীবী হোক, বাশার আল-আসাদ নিপাত যাক।’ বিদ্রোহীরা আকাশে গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। তরুণেরা আসাদের পোস্টার ছিঁড়ে ফেলে।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে হোমসে বিদ্রোহীদের প্রবেশের কথা অস্বীকার করে এবং সেখানকার পরিস্থিতিকে নিরাপদ ও স্থিতিশীল বলে দাবি করেছে।
কিন্তু ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপের নেতা আহমেদ আল-শারা বলেছেন, যে হোমসের উপর তাদের নিয়ন্ত্রণ একটি ঐতিহাসিক ঘটনা, যা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করবে।
এদিকে ফ্রান্স টুয়েন্টিফোর এক প্রতিবেদনে দাবি করেছে, বিদ্রোহীদের অগ্রগতির মুখে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রোববার এক বিমানে চড়ে দামেস্ক থেকে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুই সিনিয়র সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিদ্রোহীরা সেনা মোতায়েনের কোনো চিহ্ন ছাড়াই রাজধানীতে প্রবেশ করেছে। হাজার হাজার গাড়িতে এবং পায়ে হেঁটে দামেস্কের প্রধান চত্বরে জড়ো হয়ে স্বাধীনতা স্লোগান দিচ্ছিল।
সিরিয়ার বিদ্রোহীরা রোববার ভোরে বলেছে, তারা দামেস্কে প্রবেশ করেছে, দেশ জুড়ে একটি অত্যাশ্চর্য অগ্রগতি হয়েছে। রাজধানীর বাসিন্দারা বন্দুকযুদ্ধ এবং বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন।
সিরিয়া সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সরকারপন্থি শাম এফএম রেডিও জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর খালি করা হয়েছে এবং সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।
বিদ্রোহীরা ঘোষণা করেছে, তারা রাজধানীর উত্তরে কুখ্যাত সাইদনায়া সামরিক কারাগারে প্রবেশ করেছে এবং সেখানে তাদের বন্দিদের মুক্ত করেছে।
সিরিয়ার সামরিক ও নিরাপত্তা বাহিনী দামেস্ক বিমানবন্দর ত্যাগ করেছে, বিদ্রোহীরা রাজধানীতে তীব্র আক্রমণ চালানোর প্রতিশ্রুতি দেওয়ার পরে একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা রোববার এ খবর জানিয়েছে।
এছাড়া ব্রিটেন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের সূত্র জানায়, সরকারি বাহিনীর কর্মকর্তা ও সৈন্যরা দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যাহার করে নিয়েছে, কারণ রাজধানীর বাসিন্দারা এএফপিকে বলেছেন, তারা শহরে গুলির শব্দ শুনেছেন।