আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদূরে আজ সোমবার আত্মঘাতী এক বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি টাকুর টুইটবার্তায় বলেন, হামলাকারীর টার্গেট ছিল আফগান বাহিনী। কিন্তু বিস্ফোরক আগেই বিস্ফোরিত হয়ে গেলে ছয় বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, মন্ত্রণালয়ের কাছে একটি নিরাপত্তা চেক পয়েন্টে আত্মঘাতী হামলাকারীকে চিহ্নিত করে হত্যা করা হয়। তবে সে তার বিস্ফোরকে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়।
তিনি টার্গেটের নাম প্রকাশ করেননি। তবে হামলার স্থানটি বেশ জনবহুল। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি ভবন রয়েছে। সেখানকার নিরাপত্তাও বেশ ব্যাপক।
জাদরান বলেন, হামলায় অন্তত তিনজন তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যও আহত হয়েছে।
দুজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তারা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছে।
গত কয়েক মাসে কাবুল ও আরো কয়েকটি নগর এলাকায় উগ্রবাদী গ্রুপ আইএস হামলা চালিয়েছে।
সূত্র : আল জাজিরা