চুয়াডাঙ্গা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে তানজির আহম্মেদ নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। শুক্রবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সাড়াতলা এলাকায় ওই যুবকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী। 

 

তানজির আহম্মেদ উপজেলার সাড়াতলা এলাকার সুলতান আহম্মেদের ছেলে

 

জানা যায়, একই কলেজে পড়াশোনার সুবাদে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ মার্চ তারা নোটারি পাবলিক আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। এখন স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় তানজিরের বাড়িতে অনশন শুরু করেছেন ওই তরুণী।

অনশনরত তরুণী বলেন, তানজিরের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণ করছে। আমার আর কোথাও যাওয়ার পথ নেই। তানজির স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই।

এদিকে ওই তরুণীর বাবা জানান, শনিবার সকালে তানজিরের পরিবার মীমাংসা অস্বীকার করেছেন। তিনি এখন আইনগত পদক্ষেপ নিবেন।

মহেশপুর থানার এসআই সুব্রত বলেন, উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছেলে প্রাপ্তবয়স্ক হলে স্বামী-স্ত্রী হিসেবে একত্রে বসবাস করবে এই আশ্বাস দেওয়া হয়েছে।

গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

avashnews

Powered by WooCommerce

মহেশপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

আপডেটঃ ০৫:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীর মর্যাদার দাবিতে তানজির আহম্মেদ নামে এক যুবকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। শুক্রবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সাড়াতলা এলাকায় ওই যুবকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন। স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন ওই তরুণী। 

 

তানজির আহম্মেদ উপজেলার সাড়াতলা এলাকার সুলতান আহম্মেদের ছেলে

 

জানা যায়, একই কলেজে পড়াশোনার সুবাদে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ মার্চ তারা নোটারি পাবলিক আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। এখন স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় তানজিরের বাড়িতে অনশন শুরু করেছেন ওই তরুণী।

অনশনরত তরুণী বলেন, তানজিরের পরিবার আমার সঙ্গে খারাপ আচরণ করছে। আমার আর কোথাও যাওয়ার পথ নেই। তানজির স্ত্রী হিসেবে গ্রহণ না করলে আত্মহত্যা ছাড়া আমার কোনো পথ নেই।

এদিকে ওই তরুণীর বাবা জানান, শনিবার সকালে তানজিরের পরিবার মীমাংসা অস্বীকার করেছেন। তিনি এখন আইনগত পদক্ষেপ নিবেন।

মহেশপুর থানার এসআই সুব্রত বলেন, উভয় পরিবারের সঙ্গে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়েছে। ছেলে প্রাপ্তবয়স্ক হলে স্বামী-স্ত্রী হিসেবে একত্রে বসবাস করবে এই আশ্বাস দেওয়া হয়েছে।