চুয়াডাঙ্গা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ৫২ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ,মাদক কারবারি গ্রেফতার

পলাশবাড়ী উপজেলায় ৫২ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করেছে র‌্যাব। একই সঙ্গে আবুল হোসেন (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

 

শুক্রবার (১৬ জুন) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতার আবুল হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

 

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোরবেলা ক্যাম্পটির একটি অভিযাত্রিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর বাঁশকাটা এলাকা দিয়ে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে ট্রাকযোগে রংপুর থেকে বগুড়া রওনা দিয়েছে। এরপর উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় কুখ্যাত মাদক কারবারি আবুল হোসেনকে ৫২ কেজি শুকনা গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।

 

মাহমুদ বশির আহমদে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ওই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার আবুল হোসেনকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Powered by WooCommerce

পলাশবাড়ীতে ৫২ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ,মাদক কারবারি গ্রেফতার

আপডেটঃ ০৬:৪৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

পলাশবাড়ী উপজেলায় ৫২ কেজি গাঁজা ও একটি ট্রাক জব্দ করেছে র‌্যাব। একই সঙ্গে আবুল হোসেন (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

 

শুক্রবার (১৬ জুন) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেফতার আবুল হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

 

র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ভোরবেলা ক্যাম্পটির একটি অভিযাত্রিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর বাঁশকাটা এলাকা দিয়ে নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে ট্রাকযোগে রংপুর থেকে বগুড়া রওনা দিয়েছে। এরপর উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় কুখ্যাত মাদক কারবারি আবুল হোসেনকে ৫২ কেজি শুকনা গাঁজাসহ গ্রেফতার করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।

 

মাহমুদ বশির আহমদে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ওই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার আবুল হোসেনকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।