চুয়াডাঙ্গা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদার হেমায়েতপুরে জনগুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

 

রাস্তা তো নয় এ যেন, ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করা হয়েছে। দেখে অনেকটা তেমনি মনে হচ্ছে হয়তো। আসলে কিন্তু তা নয় এটি একটি গ্রামের রাস্তা। এ রাস্তা দিয়ে গ্রামের হাজারো মানুষের চলাচল। শুধু কি তাই গ্রামটির প্রায় ৮০ভাগ উৎপাদিত ফলন ঘরে তুলা হয় এই রাস্তা দিয়ে। এই গ্রামের রাস্তাটি নিয়ে নির্বাচন আসলেই জনপ্রতিনিধিরা ভোট চাওয়ার বুলি ছোড়ে। নির্বাচন শেষ তো সব শেষ। ওই মহল্লায় বসবাসকারীরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জাতীয় নির্বাচন আসলেই কেবল ১/২দিন দেখা পান রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের। তাছাড়া কেউ ঘুরেও তাঁকান না ওই মহল্লায়। এতোখন বলছিলাম দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামের ঘাটপাড়া (হরিতলাপাড়ার) রাস্তার কথা।

 

সরজমিন অনুসন্ধানে দেখাগেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাব মোড় হতে হরিতলা পাড়ার রাস্তাটি দীর্ঘদিন যাবত অবহেলিত। ওই রাস্তাটি দিয়ে গ্রামের হাজারো মানুষের চলাচল। বর্ষা মৌসুম আসলে দুর্ভোগোর শেষ থাকে গ্রামবাসীর। বর্তমান সরকারের দীর্ঘ সময়ে দেশের বিভিন্ন গ্রামের অলিগলি ও পাড়া-মহল্লায় রাস্তা মেরামত হলেও দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামের ঘাটপাড়া (হরিতলা) পাড়ার রাস্তায় লাগেনি উন্নয়ন ছোঁয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই গ্রামবাসী। জণগণের এই দুর্ভোগের দায় নেবে কে প্রশ্ন মহল্লাবাসীর????

উল্লেখ্য, গত দুদিনের বৃষ্টিতে এমন চিত্র রাস্তাটির। তাহলে বর্ষা মৌসুমে কি হাল হয় ওই রাস্তার।

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

দামুড়হুদার হেমায়েতপুরে জনগুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

আপডেটঃ ০৯:৩৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩

 

রাস্তা তো নয় এ যেন, ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করা হয়েছে। দেখে অনেকটা তেমনি মনে হচ্ছে হয়তো। আসলে কিন্তু তা নয় এটি একটি গ্রামের রাস্তা। এ রাস্তা দিয়ে গ্রামের হাজারো মানুষের চলাচল। শুধু কি তাই গ্রামটির প্রায় ৮০ভাগ উৎপাদিত ফলন ঘরে তুলা হয় এই রাস্তা দিয়ে। এই গ্রামের রাস্তাটি নিয়ে নির্বাচন আসলেই জনপ্রতিনিধিরা ভোট চাওয়ার বুলি ছোড়ে। নির্বাচন শেষ তো সব শেষ। ওই মহল্লায় বসবাসকারীরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জাতীয় নির্বাচন আসলেই কেবল ১/২দিন দেখা পান রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের। তাছাড়া কেউ ঘুরেও তাঁকান না ওই মহল্লায়। এতোখন বলছিলাম দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামের ঘাটপাড়া (হরিতলাপাড়ার) রাস্তার কথা।

 

সরজমিন অনুসন্ধানে দেখাগেছে, দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাব মোড় হতে হরিতলা পাড়ার রাস্তাটি দীর্ঘদিন যাবত অবহেলিত। ওই রাস্তাটি দিয়ে গ্রামের হাজারো মানুষের চলাচল। বর্ষা মৌসুম আসলে দুর্ভোগোর শেষ থাকে গ্রামবাসীর। বর্তমান সরকারের দীর্ঘ সময়ে দেশের বিভিন্ন গ্রামের অলিগলি ও পাড়া-মহল্লায় রাস্তা মেরামত হলেও দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামের ঘাটপাড়া (হরিতলা) পাড়ার রাস্তায় লাগেনি উন্নয়ন ছোঁয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ওই গ্রামবাসী। জণগণের এই দুর্ভোগের দায় নেবে কে প্রশ্ন মহল্লাবাসীর????

উল্লেখ্য, গত দুদিনের বৃষ্টিতে এমন চিত্র রাস্তাটির। তাহলে বর্ষা মৌসুমে কি হাল হয় ওই রাস্তার।