চুয়াডাঙ্গা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
এখন অনেকের মুখেই নির্বাচনের কথা ফুটছে: সামান্তা শারমিন সার্টিফিকেট নিতে এসে ধরা খেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী বৈশাখী বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) নিয়োগ বিজ্ঞপ্তি সাবেক রেলমন্ত্রী ও তার স্ত্রীর নামে দুদকের মামলা অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (শূন্যপদ: ১৩৪টি) জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের নেতৃত্বে আসছে নয়া ছাত্রসংগঠন মোদি-হাসিনা মাইনাস: ট্রাম্পের আস্থায় এখন ড. ইউনূস! বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দিলেন ট্রাইব্যুনাল ভারত, নেপাল ও ভুটান নিয়ে প্রধান উপদেষ্টার পরিকল্পনা

দামুড়হুদার হাউলি ইউনিয়নে ভূমিদস্যুতার শীর্ষে মফি ও লিপু শাহ্ 

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের ফসিল জমির বুকে চালানো হচ্ছে যান্ত্রব দানব ভেকুর তান্ডব। এতে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে ফসলি জমির পাশাপাশি কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত গ্রামীণ ও আঞ্চলিক মহাসড়ক, ও ছোট বড় সড়কগুলো। বাড়ছে শব্দ দূর্ষন। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। 
অভিযোগের ভিত্তিতে সরোজমিনে দেখা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের তারিনিপুর, পরানপুর, জয়রামপুর ও লোকনাথপুর সহ-শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের অদূরের চলছে মাটি খননকারী দানব যন্ত্র ভেকু মেশিনের তান্ডব। মাটি খননকারী প্রতিটি জমির চারপাশে রয়েছে সোনাফলা জমি, জমির চারপাশে রয়েছে ভুট্টার আবাদ। উপজেলার চিহ্নিত ভূমিদস্যু লিপু শাহ্ ও মফিজুল ইসলাম মফি’র ভূমিদস্যুতায় ধ্বংস হচ্ছে ফসলি জমির উর্বর মাটি।
স্থানীয়রা বলছেন, দামুড়হুদার হাউলি ইউনিয়নে যে পরিমাণে মাটি খনন করা হয়, তা উপজেলা, জেলার অন্য কোথাও হয় কি জানিনা। আমরা ঠিক মতো ঘরের জানালা- দরজা খুলে রাখতে পারি না, খাবার খেতে পারি না, জামা- কাপড় রৌদ্রে শুকাতে দিলে তা আবার ময়লা হয়ে যায়। এমতাবস্থায় যথাযথ কর্তৃপক্ষের ভূমিকা নিরব?
উল্লেখিত বিষয়ে মুঠোফোনে কথা হলে মাটি খননের বিষয়টি স্বীকার করে ভূমিদস্যু মফি জানিয়েছেন, মাটি খননের জন্য আমার কোন অনুমতি লাগে না।
এ বিষয়ে অপর এক ভূমিদস্যু লিপু শাহ্ মাটি খননের বিষয়টি স্বীকার করে বলেন, আমি মাঠে আছি, কাল আসেন।
এ বিষয়ে হাউলি ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো:রফিকুল ইসলাম বলেন,আমার  এ বিষয়ে কেউ জানাননি।আপনার কাছে জানলাম, আমি ঘটনাস্থল গুলোতে লোক পাঠিয়ে ঊর্ধতন কর্মকর্তার জানিয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণ করব।####
প্রসংঙ্গ :
avashnews

এখন অনেকের মুখেই নির্বাচনের কথা ফুটছে: সামান্তা শারমিন

avashnews

Powered by WooCommerce

দামুড়হুদার হাউলি ইউনিয়নে ভূমিদস্যুতার শীর্ষে মফি ও লিপু শাহ্ 

আপডেটঃ ০৩:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের ফসিল জমির বুকে চালানো হচ্ছে যান্ত্রব দানব ভেকুর তান্ডব। এতে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে ফসলি জমির পাশাপাশি কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত গ্রামীণ ও আঞ্চলিক মহাসড়ক, ও ছোট বড় সড়কগুলো। বাড়ছে শব্দ দূর্ষন। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। 
অভিযোগের ভিত্তিতে সরোজমিনে দেখা গেছে, দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের তারিনিপুর, পরানপুর, জয়রামপুর ও লোকনাথপুর সহ-শিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের অদূরের চলছে মাটি খননকারী দানব যন্ত্র ভেকু মেশিনের তান্ডব। মাটি খননকারী প্রতিটি জমির চারপাশে রয়েছে সোনাফলা জমি, জমির চারপাশে রয়েছে ভুট্টার আবাদ। উপজেলার চিহ্নিত ভূমিদস্যু লিপু শাহ্ ও মফিজুল ইসলাম মফি’র ভূমিদস্যুতায় ধ্বংস হচ্ছে ফসলি জমির উর্বর মাটি।
স্থানীয়রা বলছেন, দামুড়হুদার হাউলি ইউনিয়নে যে পরিমাণে মাটি খনন করা হয়, তা উপজেলা, জেলার অন্য কোথাও হয় কি জানিনা। আমরা ঠিক মতো ঘরের জানালা- দরজা খুলে রাখতে পারি না, খাবার খেতে পারি না, জামা- কাপড় রৌদ্রে শুকাতে দিলে তা আবার ময়লা হয়ে যায়। এমতাবস্থায় যথাযথ কর্তৃপক্ষের ভূমিকা নিরব?
উল্লেখিত বিষয়ে মুঠোফোনে কথা হলে মাটি খননের বিষয়টি স্বীকার করে ভূমিদস্যু মফি জানিয়েছেন, মাটি খননের জন্য আমার কোন অনুমতি লাগে না।
এ বিষয়ে অপর এক ভূমিদস্যু লিপু শাহ্ মাটি খননের বিষয়টি স্বীকার করে বলেন, আমি মাঠে আছি, কাল আসেন।
এ বিষয়ে হাউলি ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো:রফিকুল ইসলাম বলেন,আমার  এ বিষয়ে কেউ জানাননি।আপনার কাছে জানলাম, আমি ঘটনাস্থল গুলোতে লোক পাঠিয়ে ঊর্ধতন কর্মকর্তার জানিয়ে আইনগত ব্যাবস্থা গ্রহণ করব।####