চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশির আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত বশির আলী মদনা গ্রামের আফসার আলীর ছেলে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে দর্শনা থানাধীন মদনা গ্রামে এ ঘটনা ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্ট কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে দামুড়হুদা উপজেলা দর্শনা থানার মদনা গ্রামের একজনের বাড়ির ছাদে ভুট্টা শুকাতে দিয়েছিলেন তিনি। ভুট্টা নেড়েচেড়ে দেয়ার সময় অসাবধানতাবশত বাড়ির ছাদের পাশেই বিদ্যুতের তারের সাথে স্পৃষ্ট হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।##