দামুড়হুদার ইব্রাহীমপুর মেহেরুননেছা শিশু পার্কে মাশরুম চাষ সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক চুয়াডাঙ্গার কৃতি সন্তান কৃষিবিদ ড. মো হামিদুর রহমান। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গার মাটি কৃষির ঘাটি। এ জেলার মাটিতে সোনার মতো ফসল ফলে। কৃষক ও নতুন নতুন উদ্যোক্তারা চাইলেই এ জেলার মাটিতে নতুন নতুন চাষাবাদ করে কৃষিতে বিপ্লব ঘটাতে পারবে। তিনি আরো বলেন, মাশরুম অনেক পুষ্টিকর খবার। এই সময়ে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন হাই প্রোটিনযুক্ত ডায়েটের। মাশরুম হাই প্রোটিনযুক্ত। হজম হয় তাড়াতাড়ি। প্রোটিন ছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজপদার্থ। মাশরুম চাষ করে খুব সহজেই লাভবান হওয়া যায়। দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ সহ জেলার কৃষি বিভাগের কর্মকর্তা ও জেলার সকল উপজেলার কর্মকর্তাগণ।
সর্বশেষঃ
দামুড়হুদায় মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবসে সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমান -চুয়াডাঙ্গার মাটি কৃষির ঘাটি
- আল সাফায়েত, নিজস্ব প্রতিবেদক
- আপডেটঃ ০৩:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
- 735
প্রসংঙ্গ :
জনপ্রিয়