দামুড়হুদায় ইউনিয়ন কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা আনুমানিক ১১টার সময় দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলে এই কর্মশালা শুরু হয়।
দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪/২০২৫ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মশালায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোছা শারমিন আক্তার।
দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, উপসহকারী কৃষি কর্মকর্তা মো সাইফুল ইসলাম, মো সোহরাব হোসেন প্রমুখ।