চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামে , ঝড়, বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে গাছের নিচে চাঁপা পড়ে দুই সন্তানের জননী সাকেনা খাতুন (৪৫) নিহত হয়েছেন।বুধবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাকেনা খাতুন দামুড়হুদার তারিনিপুর গ্রামের মাঝের পাড়ার লাল মিয়ার স্ত্রী।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়িতে নিজেদের আম গাছের আম কুড়াতে শুরু করে সাকেনা খাতুন। হঠাৎ আম গাছের একটি ডাল তার উপরে ভেঙে পড়ে। ডাল চাঁপায় সে গুরুতর আঘাত পেয়ে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই নিহতের মরদেহ দাফন করা হতে পারে বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা আরিজ জানান, হাসপাতালে আনার আগেই মারা যান সাকেনা খাতুন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।