চুয়াডাঙ্গায় ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বাবলু (৫২) মারা গেছেন।
আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে পদযাত্রা চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা জামান জয়া বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে বাবলুকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।’
জাসাস নেতা সেলিম বলেন, বিকেল ৩টার দিকে পৌর এলাকার ভিমরুল্লাহ থেকে পদযাত্রাটি শুরু হয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদে যাচ্ছিল। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের কাছে পৌঁছালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বাবলু। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
বাবলু ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সুত্রঃ কালবেলা