চুয়াডাঙ্গা ০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি

গভীর রাতে দরজায় ধাক্কা, বাইর থেকে বলছে দরজা খোলেন। আমরা পুলিশের লোক। এরপর ঘরে ঢুকেই করছে ডাকাতি। লুটে নিচ্ছে বাড়ির সবকিছু। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসায়।

 

বুধবার (১৯ এপ্রিল) দিনগত রাতে জেলার খোকসা উপজেলার শিমুলিয়া মধ্যপাড়া গ্রামের কৃষক লিয়াকত আলীর (বিশু খাঁ) বাড়িতে এ ঘটনা ঘটে।

 

লিয়াকত আলী জানান, বুধবার দিবাগত রাতে কিছু লোক তার বাড়ির দরজা ধাক্কা দিতে থাকেন। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা খোকসা থানা থেকে এসেছেন এবং তাদের বাড়ি তল্লাশি করা হবে বলে দরজা খুলে দিতে বলেন। পুলিশ ভেবে দরজা খুলে দেন তিনি। পরে কারণ জানতে চাইলে ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলেন।

 

এ সময় ঘরে থাকা নগদ ১ লাখ ১৪ হাজার টাকা, ৬টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের হার, ৩টি স্বর্ণের আংটি, ৫ জোড়া কানের দুলসহ ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যান ডাকাতরা। মুখে মাস্ক থাকায় কেউ ডাকাতদের চিনতে পারেনি।

 

তিনি আরো জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার পর ভুক্তভুগীদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করেন। খবর পেয়ে রাতেই খোকসা থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এই ঘটনায় খোকসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদের ধরতে রাতেই পুলিশ অভিযান শুরু করেছে। তবে রাতের বেলায় পরিচয় নিশ্চিত না হয়ে এভাবে হুট করে বাড়িতে কাউকে ঢোকার সুযোগ না দিতে তিনি সবাইকে অনুরোধ করেন।

 

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

কুষ্টিয়ায় পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি

আপডেটঃ ০৪:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

গভীর রাতে দরজায় ধাক্কা, বাইর থেকে বলছে দরজা খোলেন। আমরা পুলিশের লোক। এরপর ঘরে ঢুকেই করছে ডাকাতি। লুটে নিচ্ছে বাড়ির সবকিছু। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসায়।

 

বুধবার (১৯ এপ্রিল) দিনগত রাতে জেলার খোকসা উপজেলার শিমুলিয়া মধ্যপাড়া গ্রামের কৃষক লিয়াকত আলীর (বিশু খাঁ) বাড়িতে এ ঘটনা ঘটে।

 

লিয়াকত আলী জানান, বুধবার দিবাগত রাতে কিছু লোক তার বাড়ির দরজা ধাক্কা দিতে থাকেন। এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তারা খোকসা থানা থেকে এসেছেন এবং তাদের বাড়ি তল্লাশি করা হবে বলে দরজা খুলে দিতে বলেন। পুলিশ ভেবে দরজা খুলে দেন তিনি। পরে কারণ জানতে চাইলে ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলেন।

 

এ সময় ঘরে থাকা নগদ ১ লাখ ১৪ হাজার টাকা, ৬টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের হার, ৩টি স্বর্ণের আংটি, ৫ জোড়া কানের দুলসহ ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ৫টি ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যান ডাকাতরা। মুখে মাস্ক থাকায় কেউ ডাকাতদের চিনতে পারেনি।

 

তিনি আরো জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার পর ভুক্তভুগীদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করেন। খবর পেয়ে রাতেই খোকসা থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে খোকসা থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, এই ঘটনায় খোকসা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদের ধরতে রাতেই পুলিশ অভিযান শুরু করেছে। তবে রাতের বেলায় পরিচয় নিশ্চিত না হয়ে এভাবে হুট করে বাড়িতে কাউকে ঢোকার সুযোগ না দিতে তিনি সবাইকে অনুরোধ করেন।